স্বতন্ত্র প্রার্থী দিয়ে বিএনপির নেতারা ভোটের মাঠে ব্যস্ত
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
এই সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেবে না বিএনপি। কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে দল থেকে পদত্যাগ করতে হবে। ২০১৯ সালের জানুয়ারি মাসে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কিন্তু সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সপ্তম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নেই দলটির পদধারী নেতারা চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজ্ঞাপন
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জুনাব আলী। তাঁর পক্ষে প্রতিদিন প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা ছাত্রদল সভাপতি আবু হাসান রাসেল, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্নাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক ওরফে নাসরুম। দক্ষিণ বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কাসেম এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলী আহমদ মুরাদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সবুজ আলম, শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি আলী হায়দার।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিভিন্ন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান বলেন, ‘সবার অংশগ্রহণে তাহিরপুরে ভোট উৎসব শুরু হয়েছে। ’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না। কারণ দেশে ভোটের পরিবেশ নেই। সরকার ইচ্ছামতো নির্বাচন কমিশন আইন পাস করেছে। আমি মনে করি, নৈতিক কারণেই এ নির্বাচনে বিএনপি নেতাদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। ’
More Story on Source:
*here*
স্বতন্ত্র প্রার্থী দিয়ে বিএনপির নেতারা ভোটের মাঠে ব্যস্ত
Published By
Latest entries
- allPost2024.11.24Top Online Slots for Real Money in 2024: 10 Best Casino Sites
- allPost2024.11.24Alistamento Infantilidade Pagamentos Como Principais Características Da Slot Machine Cash Pig
- allPost2024.11.24Minutos Pagantes das Slots PG, Melhor Horário para Aprestar
- allPost2024.11.24Revisão Completa Dos Portões Criancice Slot Análise Esfogíteado Cash Pig