মতলবের নবনির্বাচিত ১৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ ও মতলব দক্ষিণ উপজেলার ৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করা হয়।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী শরিফুল হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম কবির হোসেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল,গজরা ইউপি চেয়ারম্যান মো. শহিদ উল্ল্যাহ প্রধান, নায়েরগাঁও উত্তর ইউপির কামরুজ্জামান ।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দাউদ হোসেন চৌধুরী,মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার ফাহমিদা হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন- মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপির বীর মুক্তিযোদ্ধা হাজী সামছুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউপির নূূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপির আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির সোবহান সরকার সুভা, সাদুল্লাপুর ইউপির জোবায়ের আজিম পাঠান স্বপন, দূর্গাপুর ইউপির মোকাররম হোসেন খান, ইসলামাবাদ ইউপির সাখাওয়াত হোসেন মুকুল, ফরাজীকান্দি ইউপির ইঞ্জি. রেজাউল করিম, গজরা ইউপির শহিদ উল্ল্যাহ প্রধান, বাগানবাড়ি ইউপির আব্দুল্লাহ আল মামুন, ষাটনল ইউপির ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপির আবু বকর সিদ্দিক খোকন ও এখলাছপুর ইউপির মফিজুল ইসলাম মুন্না ঢালী।
নবনির্বাচিত ইউপি চেয়ানম্যানরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউপির মোঃ আব্দুস ছালাম মৃধা, নায়েরগাঁও উত্তর ইউপির কামরুজ্জামান, উপাদী উত্তর ইউপির মোঃ শহীদ উল্লা ও উপাদী দক্ষিন ইউপির মোঃ গোলাম মোস্তফা।
শপথ শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। যদি বাংলাদেশের প্রতি আমাদের আনুগত্য থাকে তাহলে, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতিও আমাদের বিশ্বাস অবিচল থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। যারা জনপ্রতিনিধি তাদের সব সময় প্রশাসন এবং দলের সঙ্গে সমন্বয় থাকতে হবে। প্রশাসন ও দলের সঙ্গে দূরত্ব থাকলে আমরা জনগণের সেবা যথাযথভাবে দিতে পারবো না।
তিনি আরো বলেন, আপনাদের সেবামূলক কার্যক্রম থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখবেন। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যরা যাতে পুরুষ সদস্যদের মতই কাজ করার সুযোগ বা বরাদ্দ পান সেদিকে লক্ষ্য রাখার জন্যেও তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানান।
More Story on Source:
*here*
মতলবের নবনির্বাচিত ১৭ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
Published By
Latest entries
- allPost2024.11.24Banana Splash On the web Slot Totally free Enjoy pragmatic site and Opinion
- allPost2024.11.24Melhores Cassinos Online 2024 Jogos com Bagarote Real CC
- allPost2024.11.24Greatest Gambling establishment Incentives British On-line casino casino Kerching casino Also offers & Promotions
- allPost2024.11.24Avalon 2 Position Online casino queen hearts deluxe game Comment, Totally free Gamble Demonstration