Categories
allPost

বিপিএল ২০২২: ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

78 people 👁️ing this randomly

বিপিএল ২০২২: ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

রাত পোহালেই বাংলাদেশ ক্রিকেটে শুরু হবে বিপিএলের মহারণ। দেশের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের অষ্টম আসরে ট্রফির লড়াইয়ে নামবে ৬ দল। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বরিশাল-চট্টগ্রাম, খুলনা-ঢাকা। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চার-ছয়ের এ খেলা। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিনটি বিভাগীয় অঞ্চলে অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের অষ্টম আসর।

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

উদ্বোধনী ম্যাচে ২১ জানুয়ারি দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল পৌণে ৫টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ ঢাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন খেলা শুরু হবে সাড়ে ১২টায় ও বিকেল পৌনে ৪টায়। শুধু শুক্রবারের ম্যাচ হবে দুপুর দেড়টায় ও বিকেল পৌনে ৫টায়।

প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও তৃতীয় কোয়ালিফায়ারের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডের ব্যবস্থাও। ফাইনালসহ মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে।

টুর্নামেন্ট শুরুর আগেই ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের স্কোয়াড সাজিয়েছে নিয়েছে। আসুন দেখে নেই অষ্টম আসরে অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড পরিচিতি।

মিনিষ্টার ঢাকা

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইসুরু উদানা, কাইস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ, ফজল হক ফারুকী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন ও আন্দ্রে রাসেল।

প্রধান কোচ: মিজানুর রহমান বাবুল 

খুলনা টাইগার্স

মুশফিকুর রহিম (অধিনায়ক), মেহেদি হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ফরহাদ রেজা, ইয়াসির আলী, রনি তালুকদার, জাকের আলী, খালেদ আহমেদ, মোহাম্মদ শরীফউল্লাহ, সোহরাওয়ার্দী শুভ, নাবিল সামাদ, সেকুগে প্রাসান্না, সিকানদার রাজা, থিসারা পেরেরা, নাভেন উল হক, আন্দ্রে ফ্লেচার।

প্রধান কোচ: ল্যান্স ক্লুজনার 

কুমিল্লা ভিক্টেরিয়ান্স

ইমরুল কায়েস (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মইন আলি, সুনীল নারাইন, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশান থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, ক্যামেরুন ডেলপোর্ট, করিম জানাত।

প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দীন 

পরামর্শক: স্টিভ রোডস।

ফরচুন বরিশাল

সাকিব আল হাসান (অধিনায়ক), মুজিব উর রহমান, ক্রিস গেইল, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয়, আলজারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, মুনিম শাহরিয়ার, জ্যাকব বেনেডিক্ট লিনটট।

প্রধান কোচ: খালেদ মাহমুদ সুজন 

পরামর্শক: নাজমুল আবেদিন ফাহিম 

সিলেট সানরাইজার্স

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, সিরাজ আহমেদ, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, রবি বোপারা, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, জুবায়ের হোসেন লিখন, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, শফিউল হায়াত হৃদয়, সানজামুল ইসলাম, লেন্ডল সিমন্স, ডেভন থমাস।

প্রধান কোচ: মারভিন ডিলন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, রেজাউর রহমান রাজা, মৃত্যুঞ্জয় চৌধুরী, সাব্বির রহমান, আকবর আলী, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, জাকির হাসান।

প্রধান কোচ: পল নিক্সন 

বোলিং কোচ: শন টেইট


More Story on Source:

*here*

বিপিএল ২০২২: ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

Dillard's - The Style of Your Life.

By allaboutian

open profile for all

Related Posts

current news of Dhaka bangladesh ,CEC Huda

CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh

839 people 👁️ing this randomly CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh…

বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

900 people 👁️ing this randomly বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত বরিশাল মহানগরীর আওতাধীন…

প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে 

914 people 👁️ing this randomly প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে  সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ…