[১] বাংলাদেশের পর এবার কোচ হিসেবে ইয়র্কশায়ারে যোগ দিচ্ছেন ওটিস গিবসন
[১] বাংলাদেশের পর এবার কোচ হিসেবে ইয়র্কশায়ারে যোগ দিচ্ছেন ওটিস গিবসন
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
স্পোর্টস ডেস্ক: [২] চুক্তি শেষ হওয়ার পর ওটিস গিবসনের সাথে আর নতুন চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই ওয়েস্ট ইন্ডিয়ান পেসার বোর্ডের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় পদত্যাগ করেন। এরপরই তাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় (পিএসএল) এর দল মুলতান সুলতান্স। এটি ছিল একটি খণ্ডকালীন চাকরি, তবে স্থায়ীভাবে কাজও পেয়ে গেছেন গিবসন।-রাইজিংবিডি
[৩] কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার তিন বছরের জন্য তাকে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে। এর আগে আজিম রফিককে নিয়ে বর্ণবাদী বিতর্কে গত মাসে বরখাস্ত হওয়া এন্ড্রু গেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক বোলিং কোচ গিবসন।
[৪] তবে এখনই দায়িত্ব নিতে হচ্ছে না তাকে। পিএসএলের আসন্ন আসর শেষ হবে ফেব্রুয়ারিতে। তারপরই ইয়র্কশায়ারের নতুন ডিরেক্টর অব ক্রিকেট ড্যারেন গফের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক দায়িত্ব নিবেন ৫২ বছর বয়সী এই কোচ।