অসুস্থ এন্ড্রু কিশোর গেয়ে উঠলেন, জীবনের গল্প আছে বাকি অল্প
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চিকিৎসাধীন আছেন এন্ড্রু কিশোর। অনেক দিন কোনো গান শোনাতে পারেননি তিনি। তার ভক্তদের জন্য সুখবর হলো আজ রোববার সকালে প্রিয় মানুষদের কাছে পেয়ে গান শুনিয়েছেন তিনি।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
এন্ড্রু কিশোর গাইলেন সেই জনপ্রিয় গান ‘জীবনের গল্প, আছে বাকি অল্প’। ঘরোয়া আয়োজনে এন্ড্রু কিশোরের কণ্ঠে শোনা গেছে এই গান। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মোমিন বিশ্বাস।
৪০ সেকেন্ডের সেই ভিডিওতে এন্ড্রু কিশোরকে সবার সঙ্গে গলা মিলিয়েছেন অনেকেই। ভিডিওটিতে হাসি মুখেই দেখা যাচ্ছে এন্ড্রু কিশোরকে।
এদিকে আজ এন্ড্রু কিশোরের সম্মানে এক জমকালো কনসার্টের আয়োজন করা সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে। সন্ধ্যায় এই কনসার্টে গান গাইবেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।
এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’। এখানে যারা গাইবেন শুক্রবার রাতেই সিঙ্গাপুরে পৌঁছে গেছেন। এরই মধ্যে কনসার্টের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে কিছুক্ষেণের জন্য এই আয়োজনে হাজির হবে এন্ড্রু কিশোরও।
প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে তাকে। চিকিৎসার শুরুতে জানানো হয়েছিল, এন্ড্রু কিশোরকে ৬টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ১৮টি কেমো সম্পন্ন হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সবার প্রিয় শিল্পী।
এমএবি/এলএ/পিআর
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]