টেকনাফ পৌরসভার সাধারণ সভা অনুষ্ঠিত
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের এক মাত্র পৌরসভা শপথ অনুষ্ঠানের পর ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে শপথ গ্রহণের পর টেকনাফ পৌরসভা নব-নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সাথে ১ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে টেকনাফ পৌরসভার কার্যালয়ে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ পৌরসভা মেয়র হাজী মোহাম্মদ ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া টেকনাফ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি।
আরও উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মহিউদ্দিন ফয়েজী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, সহকারী প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, টেকনাফ পৌরসভার নব-নির্বাচিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর দিল মোহাম্মদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হাসান,৩নং ওয়ার্ডের কাউন্সিলর এহেতেশামুল হক বাহাদুর, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হোছন আহমদ, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম মানিক, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ মনির, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুর রহমান, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল বশর নুরশাদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ,পৌরসভার প্রধান সহকারী মোর্শেদুল ইসলাম, উচ্চমান সহকারী ওসমান নুর কবির ও পৌরসভার সকল কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন, জনগণের মাঝে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছ। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে-ইনশাআল্লাহ।
প্রধান অতিথি বক্তব্যে সাবেক এমপি আব্দুর রহমান বদি সকল নব-নির্বাচিত কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, সংবিধান অনুযায়ী ৩০ দিনের মধ্যে পেনেল গঠন করতে হবে এবং টেকনাফ পৌরসভা কে ইয়াবা মুক্ত করতে হলে স্ব-স্ব ওয়ার্ডে মাদক কারবারীদের তালিকা টেকনাফ পৌরসভায় জমা দেওয়ার জন্য সকল কাউন্সিলরদেরকে নির্দেশ দেন। পৌরসভার যে সমস্ত রাস্তাঘাট কালর্ভাট উন্নয়ন হয় নাই, সেসব রাস্তাঘাট নির্মাণের জন্য দ্রুত তালিকা করতে হবে। বর্তমানে টেকনাফ পৌর শহরকে যানজট মুক্ত করতে বিভিন্ন অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেয়র কে নির্দেশ দেন সাবেক এমপি বদি।
যাযাদি/এসআই
More Story on Source:
*here*
টেকনাফ পৌরসভার সাধারণ সভা অনুষ্ঠিত
Published By
Latest entries
- allPost2025.01.20Donald Trump is sworn in as the 47th President of the United States
- allPost2025.01.20Trump says he’ll always ‘put America first’ in inaugural speech
- allPost2025.01.20JD Vance sworn in as the third-youngest vice president in U.S. history
- allPost2025.01.20BREAKING: Trump takes presidential oath of office