Categories
allPost

পলাতক ২৩ আসামিসহ ১৪ জেলায় গ্রেপ্তার ৬৪

133 people 👁️ing this randomly

পলাতক ২৩ আসামিসহ ১৪ জেলায় গ্রেপ্তার ৬৪

দেশের ১৪ জেলায় বিভিন্ন অপরাধে পলাতক ২৩ আসামীসহ ৬৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কক্সবাজার, জয়পুরহাট, ফরিদপুর, পাবনা, শেরপুর, ঝিনাইদহ, হবিগঞ্জ, ভোলা, সুনামগঞ্জ, রাজবাড়ী, বগুড়া, নওগাঁ, পঞ্চগড় ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

কক্সবাজার: কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ১৯ মামলার পলাতক আসামি আবছার বাহিনীর প্রধান মো. নুরুল আবছার (২৭)-কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ১০ ফেব্রম্নয়ারী রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরে টেকনাইফ্যা পাহাড় এলাকায অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফে দশ হাজার ইযাবাসহ সমজিদা বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে টেকনাফের জালিযাপাডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট: জয়পুরহাটের বিভিন্ন এলাকায় ইরি মৌসুমের শুরুতে মাঠের মধ্যে স্থাপিত সেচ পাম্পে সংযুক্ত বৈদু্যতিক মিটার ও ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সিন্ডিকেট চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কালাই উপজেলার বেগুনগ্রাম ও ইমামপুর এলাকা থেকে বৈদু্যতিক মিটার বক্স, এ্যালোমিনিয়ামের তারসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কালাই উপজেলার ইমামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৭), বেগুনগ্রামের আছির উদ্দিনের ছেলে আলম ফকির (৪৭) এবং একই গ্রামের মৃত সাদেক মন্ডলের ছেলে সাজু মন্ডল (৩০)।

ফরিদপুর: ফরিদপুরে আস্ত্রসহ তিন ছিনতাইকারী আট করেছে কোতয়ালী থানা পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, ২৪ জানুয়ারী শহরের ঝিলটুলী এলাকায় থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে ফজলুল করীমকে গতিরোধ করে অস্ত্রের মুখে ২টি আইফোন ও মানিব্যাগ নিয়ে যায়। বৃহস্পতিবার নগকান্দার উপজেলার তালমা এলাকা থেকে ছিনতাইকারী শামিমকে গ্রেপ্তার করা হয়।

নকলা (শেরপুর): শেরপুরের নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার রাতে উপজেলার উরফা ইউনিয়ন থেকে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, উরফা ইউনিয়নের বারমাইসা এলাকার সফুর উদ্দিন (৫০), রেজাউল (৩২), জামাল উদ্দিন (৩৫), নবী হোসেন (৩৫), জনাব আলী (২৮), উরফা পুর্বপাড়া এলাকার হযরত আলী (৫০), মারফত আলী (৩৫) ও সালখা এলাকার রাসেল (২২)।

মহেশপুর (ঝিনাইদহ): ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করলে পুরুষ, নারী শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে উপজেলার যাদবপুর বিওপির সীমান্ত বেতবাড়ীয়া গ্রামের মাঠ থেকে পুরুষ ১জন, নারী ৩জন, শিশু ১জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মাগুরা জেলার বাউলী গ্রামের মুড়ালী বিশ্বাসে ছেলে সুখদেব (২৫), সুখদেব বিশ্বাসের স্ত্রী ইতু বিশ্বাস (২৯), নড়াইল জেলার যাদবপুর গ্রামের নুরুল মোলস্নার মেয়ে চায়না মোলস্না (৩০), মোঃ আলী (০৩), শহিদ শেখর স্ত্রী সাগরিকা মোলস্না (৬০)।

চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে আপন চাচার ধর্ষণের শিকার হয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ভাতিজি (১৭)। চাচা মো:  হুছন আলী  (৪০) উপজেলার  উবাহাটা  গ্রামের  মৃত আব্দুল  মতিনের ছেলে। এ ঘটনায় গত বুধবার রাতে কিশোরী নিজেই  বাদী হয়ে চুনারুঘাট  থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ধর্ষক হুছনকে গ্রেপ্তার করেছে।

এদিকে হবিগঞ্জের চুনারুঘাটে মাদক সেবনরত অবস্থায় বিএনপির নেতা, ইউপি সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পৌরশহরের  উপজেলা গেইটের দক্ষিণ পাশ্বে খান এন্টারপ্রাইজ নামীয় দোকানের দোতলার কক্ষে সাটার বন্ধ করে  মাদক সেবনকালে বিএনপির নেতা, ইউপি সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

লালমোহন (ভোলা) : ভোলার লালমোহনে ২০২ পিস ইয়াবাসহ মো. সজিব বেপারী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পাঁচকুড়ি হাওলাদার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজীব বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছোট মানিকা গ্রামের মোঃ বাবুল বেপারির ছেলে।

জামালগঞ্জ (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় দুইটি গরুসহ ১ চোরকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে ফেনারবাঁক ইউনিয়নের খুঁজারগাঁও গ্রামের পাশের রাস্তা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চোর শান্তিগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৪)।

গোয়ালন্দ(রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ টি ধারালো অস্ত্র।

গ্রেফতারকৃতরা হলো দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার আমজাদ শেখের ছেলে রুবেল শেখ (২৬) ও দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার নাসির শেখের ছেলে জাকির শেখ (২১)।

এদের মধ্যে জাকির হোসেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুল ছাত্রীকে অপহরণের ৭দিন পর উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় ধুনট থানা পুলিশ অপহরণকারী দুই ভাইকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পড়ানপুর গ্রামের তরিকুল ইসলাম (৩০) এবং তার ভাই নবীর উদ্দিন (২৮)।

ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটের আলোচিত ডাক্তার, স্বাস্থ্য বিভাগের সাবেক সহকারী পরিচালক ডা. মাজেদুর রহমানকে একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাটনা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল গোফফার গাংরা মৌজার আর এস ৪০ নং খতিয়ানে ১১৩ ও ১১৪ দাগে ৫৩ শতাংশ জমিতে সরিষা রোপন করেন। উক্ত জমিতে চাষ করতে হলে দেড় লাখ টাকা চাঁদা দাবী করেন ডাক্তার মাজেদুর গং, যা দিতে অপারগতা প্রকাশ করে ভুক্তভোগী আব্দুল গোফফার। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৭/১২/২১ তারিখে ডাক্তার মাজেদুর লাঠিয়াল বাহিনী নিয়ে সরিষা ক্ষেত ধ্বংস করে দেন। সেই মামলায় গত ৮ ফেব্রম্নয়ারী ধামইরহাট থানা পুলিশ ডাক্তার মাজেদুরকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরণ করেন।

আটোয়ারী (পঞ্চগড়): আটোয়ারী থানা পুলিশের অভিযানে ৪১ হাজারের অধিক বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ট্যাবলেট সহ এক পেশাদার মাদক ব্যবসায়ী আটক। আটোয়ারী থানা পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার মির্জাপুর গ্রামে এক অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের আফাজ উদ্দীনের পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত আলী হোসেন (৩০) কে গ্রেপ্তার করে এবং তার বাড়ী তলস্নাশী করে ৪১ হাজার ১শত ৬০পিস বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ‘সুখী’ নামক ট্যাবলেট উদ্ধার করে।

পাবনা: পাবনার আতাইকুলায় ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলিসহ একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃৃহস্পতিবার রাতে থানাধীন সাদুলস্নাপুর উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মো. শাহিদুল ইসলাম (৩২)। তিনি শ্রীকোল গ্রামের মৃত- আব্দুল মজিদ ওরফে মনুর ছেলে। দীর্ঘদিন ধরে সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত।

এদিকে, পাবনার চাটমোহরে করিমন গাড়ি ও দু’টি অটোভ্যানের ব্যাটারি চুরি করে পালানোর সময় শাকিল আহমেদ (২০) ও শাকিল হোসেন (১৮) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাজার এলাকা থেকে টহল পুলিশ তাদের গ্রেপ্তার করে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া ) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শুক্রবার দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল (২০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তার জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার খলাপাড়া গ্রামের আতাউর মিয়ার পুত্র।

তেঁতুলিয়া (পঞ্চগড়): তেঁতুলিয়ায় ১১ গ্রাম হেরোইন ও ট্রাকসহ সাইদার রহমান (২৮) ও শফিক আলম (৩২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তারা উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মাহবুর রহমানের পুত্র ও একই ইউনিয়নের গনাগছ গ্রামের আকবর আলীর পুত্র বৃহস্পতিবার সকালে ভজনপুর এলাকা থেকে ঢাকা মেট্রো-ট, ১৮-১০৫৯ নম্বরের একটি ট্রাকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগর থানাপুলিশ বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বিভিন্ন মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামীদের গ্রেপ্তারে মাঠে নামে থানাপুলিশ। এসময় উপজেলার বিষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন প্রামানিক (৩০) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার কিসমত হরপুর গ্রামে ওই গ্রামের তাজিম উদ্দীনের ছেলে জসিম উদ্দীন (৫৫) ও জাবেদ আলী (৫২) এবং জসিম উদ্দীনের ছেলে উজ্জল হোসেন (৪০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।


More Story on Source:

*here*

পলাতক ২৩ আসামিসহ ১৪ জেলায় গ্রেপ্তার ৬৪

Dillard's - The Style of Your Life.

By allaboutian

open profile for all

Related Posts

current news of Dhaka bangladesh ,CEC Huda

CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh

831 people 👁️ing this randomly CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh…

বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

887 people 👁️ing this randomly বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত বরিশাল মহানগরীর আওতাধীন…

প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে 

904 people 👁️ing this randomly প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে  সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ…