Categories
allPost

পীর হাবিবের সাহসী সাংবাদিকতা স্মরণীয় হয়ে থাকবে

179 people 👁️ing this randomly

পীর হাবিবের সাহসী সাংবাদিকতা স্মরণীয় হয়ে থাকবে

পীর হাবিবুর রহমান ছিলেন সাহসী এক সাংবাদিক। দেশ ও জাতির স্বার্থে সত্য কথা ডরহীনভাবে তিনি তার লেখনীতে তুলে ধরতেন। কোনো ভয় তাকে দমাতে পারেনি। তার কলাম লেখা পাঠকপ্রিয়তা পেয়েছিল। অনেক পাঠক আগ্রহভরে অপেক্ষা করতেন কবে তার কলাম লেখা ছাপা হবে। অনেক রাজনীতিবিদ তার লেখনী থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করেছেন এবং তা অনেকেই অকপটে স্বীকারও করেছেন। দেশের প্রতিথযশা সাংবাদিক, লেখক, কলামিস্ট ও বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের শেষ বিদায় বেলায় শ্রদ্ধা নিবেদন শেষে এভাবেই মূল্যায়ন করলেন দেশের সিনিয়র সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা।
গত শনিবার বিকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন সাংবাদিক পীর হাবিবুর রহমান। গতকাল সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পীর হাবিবুর রহমানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। শনিবার বাদ এশা রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্ক জামে মসজিদে পীর হাবিবুর রহমানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে দুপুর সাড়ে ১২টায় মরদেহ নেয়া হয় তার অন্যতম প্রিয়স্থান জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর দেড়টায় নেয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে তার তৃতীয় দফা জানাজা শেষে নেয়া হয় তার কর্মস্থল বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে। সেখানে চতুর্থ দফা জানাজা অনুষ্ঠিত হয়।
তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে সেখানে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফজাল হোসেন, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা সম্পাদক শামসুর নাহার চাপা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ, কেন্দ্রীয় ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, জাতীয় পার্টি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, রাবি’র ব্যাচ ৮৭, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, নাগরিক ঐক্য, বাংলাদেশ প্রতিদিন পরিবার ও বাংলাদেশ আবৃত্তি পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা এবং তার সহকর্মীরা অংশ নেন। পরে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ, এডিটরস গিল্ড, দৈনিক দেশ রূপান্তর, সিলেট বিভাগ সাংবাদিক ফোরাম ও ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, পীর হাবিবুর রহমান সাহসী সাংবাদিক ছিলেন। আমরা একজন সাহসী সাংবাদিককে হারালাম।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, পীর হাবিবের মৃত্যু নিঃসন্দেহে অকাল মৃত্যু। কারণ তার বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। তিনি জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। তার বিদেহী আত্মার জন্য আমরা সবাই প্রার্থনা করছি।
দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, তার মৃত্যুতে দেশ ও জাতি এক মেধাবী সাংবাদিককে হারালো। তিনি যা বিশ্বাস করতেন তা লিখতেন এবং লেখা ছিল দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে। তিনি সাহসের সঙ্গে লিখতেন। তিনি আরও বলেন, তার কলাম লেখা জনপ্রিয়তা পেয়েছিল।
দুপুর দেড়টার দিকে তার মরদেহ নেয়া হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তার জীবনবৃত্তান্ত পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। এ সময় সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, আমরা একটি কষ্টকর সময় অতিক্রম করছি। কিছুদিন আগে আমাদের এক সহকর্মী এক দুর্ঘটনায় মারা গেছেন। আজ আবার আমার এক প্রিয় সহকর্মীকে হারালাম। জানাজা শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

More Story on Source:

*here*

পীর হাবিবের সাহসী সাংবাদিকতা স্মরণীয় হয়ে থাকবে

Dillard's - The Style of Your Life.

By allaboutian

open profile for all

Related Posts

current news of Dhaka bangladesh ,CEC Huda

CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh

831 people 👁️ing this randomly CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh…

বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

887 people 👁️ing this randomly বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত বরিশাল মহানগরীর আওতাধীন…

প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে 

904 people 👁️ing this randomly প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে  সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ…