সবুজবাগে ইয়াবাসহ গ্রেফতার ৩
…
ঢাকা: রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
গ্রেফতাররা হলেন, আহম্মেদ ওরফে মানিক, নুরুল আলম ও মো. কাইমুল হাসান জয়।
শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সবুজবাগ থানার অতীশ দীপঙ্কর সড়ক বৌদ্ধ মন্দিরের হারুন হোটেল এন্ড রেস্টুরেন্টের ভেতর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সবুজবাগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এসজেএ/কেএআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।