জাবিতে মুক্তিযোদ্ধা কোটার সাক্ষাৎকার স্থগিত
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য আবেদনকারী সব শিক্ষার্থীর ১১ ও ১২ জানুয়ারি তারিখের সাক্ষাৎকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনা করে উক্ত সাক্ষাৎকারের তারিখ ও সময় দৈনিক জাতীয় পত্রিকায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি বিবেচনায় আজ (৯ জানুয়ারি) থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দ্বিতীয় বারের মতো বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল