Categories
allPost

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি হামলা, মামলা ভাঙচুর, আতঙ্কিত প্রার্থী-ভোটাররা

67 people 👁️ing this randomly

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি হামলা, মামলা ভাঙচুর, আতঙ্কিত প্রার্থী-ভোটাররা

ইউপি নির্বাচন নিয়ে লক্ষ্মীপুরে স্বতন্ত্র ও নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিস। দু’টি ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে দুই চেয়ারম্যান প্রার্থী চন্দ্রগঞ্জ থানায় আরও দু’টি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিরপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলায় ও পরে একই এলাকায় নৌকার সমর্থকদের ওপর পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হন। তবে এসব হামলার ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামছুল আলম বাবুল ও নৌকার প্রার্থী নুরুল মোরছালিন একে- অপরকে দায়ী করেছেন। এসব ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। এসব কারণে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা।
শুক্রবার সকালে বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমানের নির্বাচনী অফিসে তালা লাগিয়ে দেয় নৌকার প্রার্থী আবুল কাশেম জিহাদীর লোকজন। পরে পুলিশ গিয়ে নির্বাচনী কার্যালয় খুলে দেয়। আচরণবিধি লঙ্ঘন করার দায়ে নৌকার প্রার্থী কাশেম জিহাদীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং অফিসার মো. সালেহ উদ্দিন।  ২৪ ঘণ্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ওদিকে একই উপজেলার পার্বতীনগর ইউপি’র নৌকার প্রার্থী ও সমর্থকদের হুমকি-ধমকি, ভয়-ভীতিসহ নানা অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান নিজ ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং অফিসার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। এছাড়া ভবানীগঞ্জে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদলের ওপর হামলার ঘটনায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৬০জনের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের প্রার্থী বাদল। বৃহস্পতিবার রাতে বাদল বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। বুধবার রাতে ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে নৌকার প্রার্থী আবদুল খালেক বাদলের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন বাদল। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ হামলার ঘটনায় তিনি এ মামলা দায়ের করেন। এ ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে ভবানীগঞ্জের চৌরাস্তায় বিক্ষোভ করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম রনি। উত্তর হামছাদী, দত্তপাড়া, উত্তর জয়পুর, কুশাখালী, দিঘলী, চরশাহী, শাকচর, টুমচরসহ  প্রতিটি ইউনিয়ন পাল্টাপাল্টি অভিযোগ  করেছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।
পার্বতীনগর, ভবানীগঞ্জ, কুশাখালী, উত্তর জয়পুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান, সাইফুল ইসলাম রনি, মনযুর চৌধুরী, আবু সৈয়দসহ একাধিক প্রার্থী জানান, নৌকার প্রার্থী ও সমর্থকদের হুমকি-ধমকি, মামলা-হামলার ভয়ে আতঙ্কে ভোটাররা। এসব কারণে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। সুষ্ঠুভোট নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন প্রার্থীরা। তবে এসব ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেক বাদল, নুরুল আমিন, মিজানুর রহিমসহ বেশ কয়েকজন প্রার্থী এসব হামলা-মামলার জন্য স্বতন্ত্র প্রার্থীদের দায়ী করছেন। নির্বাচনের পরিবেশ নষ্ট করতে তারা এ ধরনের নাটক সাজিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, অবাধ ও শান্তিপর্ণূ ভোট গ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করার দায়ে বেশ কয়েকজনকে অর্থদণ্ড ও কারণ দর্শানোর নোটিশও করা হয়েছে।
পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রতিটি ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। যে অপরাধ করবে  তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, মানুষ যেন শান্তিপর্ণূভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সে ব্যবস্থা নেয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত রয়েছেন। অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করতে জেলা প্রশাসন জিরো টলারেন্স। এসব বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

More Story on Source:

*here*

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি হামলা, মামলা ভাঙচুর, আতঙ্কিত প্রার্থী-ভোটাররা

Dillard's - The Style of Your Life.

By allaboutian

open profile for all

Related Posts

current news of Dhaka bangladesh ,CEC Huda

CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh

831 people 👁️ing this randomly CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh…

বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

887 people 👁️ing this randomly বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত বরিশাল মহানগরীর আওতাধীন…

প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে 

904 people 👁️ing this randomly প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে  সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ…