শায়েস্তাগঞ্জ থিয়েটারের
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শায়েস্তাগঞ্জ থিয়েটারের “শিল্পের আলোয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শিরোনামে আলোচনা সভা ও বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধায় আলোচনা সভায় শায়েস্তাগঞ্জ থিয়েটারের দল প্রধান মোহাম্মদ জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে ও সদস্য বাবুল মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুর চান বিবি মহিলা কলেজের
অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ থিয়েটারের উপদেষ্ঠা বাবুল অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার মোঃ শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা জজ রনধীর পাল চৌধুরী, ইসলামি একাডেমির প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ হাসান, মোঃ আবুল কালাম, সহকারী শিক্ষক মোঃ মুহিবুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অলিপুর শিল্পাঞ্চল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজুল, আব্দুল মোতালিব ফরিদ, মোঃ বাচ্চু মিয়া, তাজউদ্দীন ফয়সল, মোঃ মোতাব্বির হোসেন। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন নিত্য গোপাল শর্মা কাংগালিনী রিমা, তাপস পাল অসিম, মোহাম্মদ নেওয়াজ মোর্শেদ, সৈয়দ হাবিবুর রহমান ডিউক। নৃত্য পরিবেশন করেন শায়েস্তাগঞ্জ থিয়েটারের এক একদল নৃত্য শিল্পীরা, এছাড়াও পুথিপাঠ করেন মোঃ জালাল উদ্দিন রুমি।
শায়েস্তাগঞ্জ থিয়েটারের অনুষ্টানে সিলেট বিভাগের সেরা জাতীয় শুদ্ধাচার পদকে ভুষিত হওয়ায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামকে সংবর্ধিত করা হয়, পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা , ও লন্ডন প্রবাসী আব্দুস সালাম সবুজকে ও সংবর্ধনা দেয়া হয়েছে।
ব্যতিক্রমধর্মী নানা আয়োজনে শায়েস্তাগঞ্জ থিয়েটারের মনোমুগ্ধকর পরিবেশনায় শ্রোতাদের মন কেড়ে নেয়, সন্ধ্যা থেকে শুরু হয়ে অনুষ্ঠান রাত ১২ টায় সমাপ্তি করা হয়।
যাযাদি/ এমডি