ঝালকাঠির রাজাপুরে খাদ্য গুদাম কর্মকর্তা, বিএনপি নেতা ও পুলিশ সদস্যসহ পাঁচ জুয়াড়ী গ্রেপ্তার
ঝালকাঠির রাজাপুরে খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. নজরুল ইসলাম সিকদার, রাজাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা আ.করিম বাবুল মৃধা,পুলিশ সদস্য পুলক চন্দ্র হালদার, মো. হালিম খান ওরফে ছালাম (ডাকাত) ও মো. পলাশ হাওলাদারসহ পাঁচ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার রাত এগারটার দিকে উপজেলার নৈকাঠি এলাকার মো. আবুল কালাম মোল্লার বাড়িতে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। নজরুল ইসলাম বরগুনার বেতাগী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা ও উপজেলার বাগড়ী এলাকার শামসুল সিকদারের ছেলে, আ.করিম বাবুল মৃধা সাংগর এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে, পুলক চন্দ্র হালদার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কন্সটেবল পদে কর্মরত।সে রাজাপুর উপজেলার পিংড়ী বামনখান এলাকার মৃত জগবন্ধু হালদারের ছেলে।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, জুয়া খেলার নগদ ১৫ হাজার ৩৮০ টাকা, তাস জব্দ করা হয়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন খাদ্য কর্মকর্তা কর্মকর্তা,একজন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,একজন পুলিশ সদস্য,একজন তালিকাভূক্ত ডাকাত রয়েছে। তাদের বিরুদ্ধে রাতেই জুয়া আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।