বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০, আটক ১০
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরের দিন সহিংসতায় দুটি ইউনিয়নে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার ঘোষপুর ও ময়না ইউনিয়নে এ সহিংসতার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মিজানুর রহমান, রঞ্জু আহমেদসহ ১০ জনকে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের বাহিরনগর গ্রামে বিজয়ী প্রার্থীর সমর্থকরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণকালে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় পরাজিত নৌকা প্রতীকের সমর্থকরা। এতে গুরুতর আহত হয় ভীমপুর গ্রামের ফিরোজ শেখ (৬০) ও সিরাজ শেখ (৫৫), বাহিরনগর গ্রামের হিমায়েত হোসেন হিটলু। তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ফিরোজ ও সিরাজ শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, ঘোষপুর ইউনিয়নে চেয়ার নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুক হোসেন আ. লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইমরান হোসেন নবাবের নিকট পরাজিত হয়। ওই ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে গিয়ে নবাবের সমর্থক মিজানুর রহমান মোল্যা সোমবার দুপুরের দিকে কিছু সমর্থক নিয়ে একই গ্রুপের ১ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী অহিদ মোল্যাকে শান্তনা দিতে মিষ্টি নিয়ে বাহিরনগরের অহিদের বাড়িতে গেলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় মো. ফারুক হোসেনের সমর্থকরা। হামলায় নারী-পুরুষসহ কমপক্ষে ১৫ জন আহত হন।
অপরদিকে ময়না ইউনিয়নের বান্দুগ্রামে সোমবার বেলা ১১টার দিকে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরাজিত প্রার্থী মো. ওমর ফারুকের সমর্থক বান্দুগ্রামের ইমরান হোসেন, মোফাজেল প্রামানিক, বশির মোল্যা, আব্দুর রহিম প্রামানিক, খোকন বিশ্বাস আহত হন। আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিজয়ী ইউপি সদস্য মো. বাচ্চু মোল্যা ও পরাজিত ইউপি সদস্য প্রার্থী মো. ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
সহিংসতার বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার সন্ধ্যায় বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
More Story on Source:
*here*
বোয়ালমারীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০, আটক ১০
Published By
Latest entries
- allPost2025.02.01Panama defiant as Trump administration tries to take control of Panama Canal
- allPost2025.02.01Special Report: Israeli American Keith Siegel among three hostages released by Hamas
- allPost2025.02.01Good news: Protecting steelhead trout from wildfire ravages
- allPost2025.02.01Budget: Tax relief for Indian middle class