নির্বাচন পরবর্তী সহিংসতা: সরিষাবাড়ীতে নিহত ১, আহত ৫০
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আসাদুজ্জামান আসাদ নামে (৫৫) একজন নিহত হয়েছেন।
এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এরা হলেন- রিপন মিয়া, মজনু মিয়া, জালাল উদ্দিন, নজরুল ইসলাম ও আমীর হোসেন। উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর ও হাসড়ামাজালিয়া এ দুই গ্রামের মধ্যে ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নির্বাচনকে কেন্দ্র করে প্রসাদপুর গ্রামের পরাজিত প্রার্থী (ঘুড়ি) রহমতুল্লাহর সঙ্গে হাসড়া মাজালিয়া গ্রামের অপর পরাজিত মন্টু মিয়ার বিরোধ চলে আসছিল। এর আগে রহমতুল্লাহর সমর্থক হবি তার ভাই নুরুল ইসলামের জমির মাটি বিক্রি করেন প্রতিবেশী সাদ্দামের কাছে। এ জমি থেকে মঙ্গলবার ট্রাক্টর দিয়ে মাটি কেটে একই এলাকার আবুল হোসেনের আবাদি জমির মধ্যে দিয়ে আনতে ছিল। এতে পরাজিত প্রার্থী (ফুটবল) মন্টু মিয়ার সমর্থক আবুল হোসেন বাধা দেয়।
এ নিয়ে সকাল থেকেই উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে আসছিল। এ পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে রহমতুল্লাহর সমর্থকের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে মন্টু মিয়ার সমর্থকরা। এ নিয়ে উভয় সমর্থকরা লাঠিসোটা, হকিস্টিক, রামদা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষ চলাকালে রহমতুল্লাহর সমর্থক আসাদুজ্জান আসাদ গুরুতর আহত হন।
পরে তাকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত ডাক্তার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার মৃত্যুর ঘটনা তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়। এ সময় সংঘর্ষে আহত চিকিৎসা নিতে আসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জনকে আটক করে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক কালের কণ্ঠকে জানান, সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে ময়মনসিংহে নেওয়ার পথে আহত আসাদুজ্জামান আসাদ নামে একজন মারা যান। ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।