জয়ী হলে ভূমিহীন শিল্পীদের বাসস্থানের ব্যবস্থা করবো: জায়েদ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৮ জানুয়ারি৷ এবারেও মিশার নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন জায়েদ খান।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে এ নায়ক বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে ভুমিহীন শিল্পদের বাসস্থানের ব্যাবস্থা করবেন।
আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে গণমাধ্যমে আলাপকালে এ কথা বলেন জায়েদ। তিনি আরও বলেন, ‘আমাদের অনেক শিল্পী আছেন যারা ভুমিহীন। তারা সারা জীবন অল্প টাকায় কাজ করেছেন। তাদের বাসস্থান সমস্যা রয়েছে। তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করব আমরা।’
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন জায়েদ খান। তিনি মনে করেন, ‘সিনেমা হলের উন্নয়ন, সিনেমা সংখ্যা বাড়ানো এসব শিল্পী সমিতির কাজ না।’
গেল মেয়াদে তাদের কমিটির সফলতার কথা উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘গেল মেয়াদে করোনার সময় যেখানে ছেলে তার সন্তানের লাশ ফেলে পালিয়েছে তখন আমরা কিংবদন্তী শিল্পী থেকে অন্য যারাও চলে গেছেন সবার লাশ নিজে হাতে গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করেছি। এমনকি এন্ড্রু কিশোর আমাদের সমিতির মেম্বার না, তবু শিল্পীর ভালবাসার টানে সেই রাজশাহী চলে গেছি।
করোনাকালীন সময়ে আমাদের কিছু সহশিল্পী আছে মানুষের কাছে হাত পাততে পারবে না, শিল্পী সমিতির পক্ষে তাদের পাশে দাঁড়িয়েছি।’
আজ দুপুরে ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের ব্যান্ড পার্টি বাজিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া প্রস্তুতি নিচ্ছেন।
এলএ/এএসএম
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]