এবাদতের ১ বলে এলো ৭ রান; ক্রিকেটের বিরল দৃশ্য (ভিডিওসহ)
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনেই চালকের আসনে নিউজিল্যান্ড। ১৪৮ রানের ওপেনিং জুটি গড়ে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন অধিনায়ক টম ল্যাথাম এবং উইল ইয়ং। এর মাঝে উইল ইয়ং ৫৪ রানে আউট হলেও ১৮৬* রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ল্যাথাম। ব্যক্তিগত ২৬ রানে উইল ইয়ং জীবন পেয়েছিলেন লিটন দাসের সৌজন্যে। ‘ফ্রি’ হিসেবে সেই বল থেকে কিউইরা ৭ রান পেয়ে যায়!
লাঞ্চের পর ২৬তম ওভারের শেষ বলের ঘটনা। তখন নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯২। এবাদত হোসেনের করা ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে ছিল। উইল ইয়ং বলটি স্লিপের দিকে ঠেলে দেন। দ্বিতীয় স্লিপে থাকা লিটন দাস ক্যাচ মিস করেন। উল্টো বল সীমানার কাছ থেকে ফেরত আসতে আসতে দৌড়ে ৩ রান নেন ইয়ং এবং টম ল্যাথাম। বল উইকেটকিপার নুরুল হাসান সোহানের কাছে এলে তিনি অন্য প্রান্তের স্টাম্পের দিকে ছুড়ে মারেন।
বল স্টাম্পে লেগে প্রচণ্ড গতিতে বাউন্ডারির দিকে যেতে থাকে। বোলার এবাদত এবার নিজেই দৌড় লাগান বলের পেছনে। কিন্তু এতে কাজ হয়নি। বল বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। আম্পায়ার ৩+৪ সাত রান দিয়ে দেন নিউজিল্যান্ডকে। এবাদতের সেই ওভারের প্রথম ৫টি বলে কোনো রান হয়নি। সেই এবাদত দিনশেষে ২১ ওভারে দিয়েছেন সর্বোচ্চ ১১৪ রান। মেডেন নিয়েছেন মাত্র ১টি। নিউজিল্যন্ড করেছে ১ উইকেটে ৩৪৯ রান। কাল যে তারা রানের পাহাড় গড়বে তা বলার অপেক্ষা রাখে না।