[১] জামালপুরে বকশীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের ৭ নেতা বহিষ্কার
[১] জামালপুরে বকশীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের ৭ নেতা বহিষ্কার
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
খাদেমুল বাবুল: [২] পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে ।
[৩] পঞ্চম ধাপে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে । প্রতিটি ইউনিয়নে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন । বিদ্রোহীদের পক্ষে দলের অনেক নেতা-কর্মী কাজও করছেন।
[৪] দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. হুমায়ুন কবির, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. রশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শেখ কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সেলিম মিয়া, সদস্য মো. মিস্টার মিয়া ও সদস্য মো. কঙ্কন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ।
[৫] উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, দলীয় প্রার্থীর পক্ষে অংশ না নিয়ে যে সব নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।