কক্সবাজারে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যুর অভিযোগ
কক্সবাজারে ভুল চিকিৎসার অভিযোগ করেছেন এক শিশুর স্বজনরা। শনিবার (১৩ নভেম্বর) শহরের ফুয়াদ আল খতীব হাসপাতালে ইনজেকশন পুশের পর পরই আবু তালেব নামের ওই শিশু মারা যায় বলে অভিযোগ করেন তারা।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
আবু তালেব রামু উপজেলার পানিরছড়ার রবি আলমের ছেলে। তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে হাসপাতাল প্রাঙ্গণ।
শিশুটি বাবা রবি আলম বলেন, ১১ নভেম্বর আবু তালেবকে সামান্য ঠাণ্ডাজনিত কারণে ফুয়াদ আল খতীব হাসপাতালে ভর্তি করানো হয়। দুদিনে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে। সুস্থ হওয়ার পর শিশুটি সবার সঙ্গে খেলাও করছিল। এ অবস্থায় শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে পারুল নামের এক নার্স শিশুটিকে একটি ইনজেকশন দেন। এরপর তালেব চিৎকার করে খিঁচুনি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এরপর ডা. নুরুল করিম খান এসে নার্সকে অবহেলা ও ভুল ইনজেকশন দেওয়ার কারণে বকাঝকা করেন। এসময় ওই নার্স পালিয়ে যান।
রাহাত নামের রোগীর এক স্বজন বলেন, শিশুটি মারা গেলে তারা সমস্ত কাগজপত্র লুকিয়ে ফেলে। স্বজনরা কান্নাকাটি করলে উল্টো তাদের মারতে আসে হাসপাতালের কর্মচারীরা।
পরে শিশুর স্বজনরা ৯৯৯ নম্বরে কল দিলে কক্সবাজার সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে আসেন। অভিযোগ পেলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হাসপাতালের সহকারী ম্যানেজার (প্রশাসন) মো. সলিম উল্লাহ সুজন বলেন, কেউ ইচ্ছে করে রোগীকে মারে না। ভর্তির পর থেকে শিশুটির শারীরিক অবস্থা খারাপ ছিল। তিনি বিষয়টি বসে সমাধান করার আশ্বাস দেন।
সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]
More Story on Source:
*here*
কক্সবাজারে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যুর অভিযোগ
Published By
Latest entries
- allPost2024.11.23Bestes Angeschlossen Spielsaal Echtgeld 2024 Religious spielen and gewinnen!
- allPost2024.11.23Monarchin Of Hearts Spielautomat verbunden gebührenfrei
- allPost2024.11.23Anschaffen King Kong
- allPost2024.11.23PokerStars Spielsaal Prämie Quelltext Gutschein ohne Einzahlung, Bonuscode, Freispiele