Categories
allPost

কুমিল্লার ২৬ ইউনিয়নে  ১৫৮ চেয়ারম্যান প্রার্থী

208 people 👁️ing this randomly

কুমিল্লার ২৬ ইউনিয়নে  ১৫৮ চেয়ারম্যান প্রার্থী

কুমিল্লার ২৬ ইউনিয়নে  ১৫৮ চেয়ারম্যান প্রার্থী

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
কুমিল্লার ২৬ ইউনিয়নে  ১৫৮ চেয়ারম্যান প্রার্থীকুমিল্লার আদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৫জন প্রার্থী। এর মধ্যে দলীয় মনোনয়ন পেয়েও মনোনয়ন পত্র জমা দেননি পাঁচথুবির আওয়ামী লীগ প্রার্থী ইকবাল হোসেন বাহালুল। এই ইউনিয়নের একক প্রার্থী হাসান রাফি রাজু। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭৫ জন প্রার্থী। এছাড়াও চৌদ্দগ্রাম উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৮ জন।
কুমিল্লা আসদর্শ সদর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন, তারা হলেন উত্তর দুর্গাপুরে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), ইয়াকুব আলী (স্বতন্ত্র), আমড়াতলী ইউনিয়নে কাজী মোজাম্মেল হক (আওয়ামী লীগ) রুবেল আহমেদ (স্বতন্ত্র), কাজী নজরুল ইসলাম (স্বতন্ত্র)। জগন্নাথপুরে মামুনুর রশিদ (আওয়ামী লীগ), জসীম উদ্দিন তালুকদার (স্বতন্ত্র), আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), দক্ষিণ দূর্গাপুরে আমিনুল হক (আওয়ামী লীগ), হুমায়ূন কবির (স্বতন্ত্র), পাঁচথুবিতে একক প্রার্থী হাছান রাফি রাজু (আওয়ামী লীগ) এবং কালির বাজারে নুরুল ইসলাম (আওয়ামী লীগ), কামাল হোসেন (স্বতন্ত্র), আবদুল হক (স্বতন্ত্র), সেকান্দর আলী (স্বতন্ত্র)।

ব্রাহ্মণপাড়ার ৮ ইউনিয়নে ৭৫ চেয়ারম্যান প্রার্থী:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭৫ জন। ৪র্থ ধাপে অনুষ্ঠেয় এ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর বৃহস্পতিবার ছিলোর মনোনয়ন ফরম ক্রয় ও জমা দেয়ার শেষ দিন। এদিন বিকাল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে মোট ৭৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ। এছাড়াও সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২ শতাধিক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলেও জানান তিনি।
জানা গেছে, আগামী ২৯ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল, ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি হবে। ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। তবে দলীয় প্রার্থীর বাইরে উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটিতেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন বলে জানা যাচ্ছে।
ইউনিয়ন ভিত্তিক যে সকল চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, চান্দলা ইউনিয়ন-দলগ্রাম গ্রামের মোছাম্মৎ আলেয়া বেগম, বড়ধুশিয়া গ্রামের মোঃ ফারুক, চান্দলা গ্রামের মোঃ বিল্লাল হোসেন খান, দলগ্রাম গ্রামের মোঃ আনোয়ার হোসেন, বড়ধুশিয়া গ্রামের আওয়ামী লীগ মনোনীত মোস্তবা আলী, চান্দলা গ্রামের মোঃ আরিফুল ইসলাম ভূঁইয়া, বড়ধুশিয়া গ্রামের মোঃ শাহিনুর আলম, একই গ্রামের মোঃ নাসির ভূঁইয়া ও মোঃ ইসরাফিল ভূঁইয়া, চান্দলা গ্রামের মোঃ আব্দুস সাত্তার সরকার, দক্ষিণ চান্দলা গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন,চান্দলা খামাচারা গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ চান্দলা গ্রামের মোঃ গোলাম সারোয়ার ভূঁইয়া এবং বড়ধুশিয়া গ্রামের সুলতান আহাম্মদ খান, মোঃ বাছির আহাম্মদ, রফিকুল ইসলাম রশীদ, হাবিবুর রহমান ও ছাদেকুর রহমান। শিদলাই ইউনিয়ন- শিদলাই গ্রামের মোহাম্মদ নাজিম উদ্দিন, একই গ্রামের মুশতাক আহাম্মদ, আনোয়ার হোসেন,গাজী সাইদুল ইসলাম, মোঃ বাচ্চু মিয়া, আওয়ামীলীগ মনোনীত মোস্তফা কামাল সরকার, সিদলাই গ্রামের সাইফুল ইসলাম, পূর্ব পোমকাড়া গ্রামের মোহাম্মদ শাহপরান। শশীদল ইউনিয়ন- শশীদল গ্রামের মোঃ আবু সুফিয়ান, সালদানদী গ্রামের আতিকুর রহমান, মানরা গ্রামের আওয়ামী লীগ মনোনীত মনোনীত মোঃ নজরুল ইসলাম, আশাবাড়ি গ্রামের এইচ এম গোলাম কিবরিয়া, শশীদল গ্রামের মোঃ শাহ আলম এবং উত্তর নাগাইশ গ্রামের মোঃ ফারুক আহমদ, শশীদল গ্রামের সামসুল ইসলাম,নাগাইশ গ্রামের কামাল হোসেন ভুইয়া,মোসাম্মৎ জোহরা বেগম, একই গ্রামের মোঃ ফারুক আহমেদ। দুলালপুর ইউনিয়ন- বেজুড়া গ্রামের শরিফুল ইসলাম খোকন, গোপালনগর গ্রামের মোঃ সাইফুল ইসলাম, একই গ্রামের মোঃ জাকির হোসেন, দুলালপুর গ্রামের মোঃ আব্দুল হান্নান সরকার, নাল্লা গ্রামের একরামুল করিম এবং দুলালপুর গ্রামের আনিসুর রহমান ভূঁইয়া,আওয়ামী লীগ মনোনীত তফাজ্জল হোসেন, বেজুরা গ্রামের কাশেদুল ইসলাম ভুইয়া, গোপালনগর গ্রামের আক্তার হোসেন। মাধবপুর ইউনিয়ন- রানীগাছ গ্রামের মামুন চৌধুরী, মকিমপুর গ্রামের সুলতান আহমদ, ষাটশালা গ্রামের মোঃ হানিফ সরকার এবং কান্দুঘর গ্রামের আওয়ামী লীগ মনোনীত মোঃ ফরিদ উদ্দিন, ষাটশালা গ্রামের এস্কান্দর আলী। ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন- মহালক্ষীপাড়া গ্রামের আওয়ামীলীগ মনোনীত মোঃ জহিরুল হক, দীর্ঘভূমি গ্রামের মোঃ জালাল হোসেন, নাইঘর গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিন। মালাপাড়া ইউনিয়ন- আলুয়া গ্রামের মোঃ সালাউদ্দিন, আসাদনগর গ্রামের মোঃ আবু সেলিম ভূঁইয়া, আসাদনগর গ্রামের আব্দুল মতিন ভূঁইয়া, আলুয়া গ্রামের মোঃ মনির হোসেন, পশ্চিম চন্ডিপুর গ্রামের আওয়ামীলীগ মনোনীত আবুল কালাম আজাদ, আলুয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুন, রামনগর গ্রামের ময়নল হোসেন হাজারী, আসাদনগর গ্রামের তামজীদ হোসেন, মনোহরপুর গ্রামের মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, একই গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, পূর্ব চন্ডিপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন, মনির হোশেন, আসাদনগর গ্রামের জাকির হোসেন। সাহেবাবাদ ইউনিয়ন- টাকই গ্রামের আব্দুল্লাহ আল মাহমুদ, সাহেবাবাদ গ্রামের আওয়ামী লীগ মনোনীত মোস্তফা সারোয়ার খান, সাহেবাবাদ গ্রামের জসিম উদ্দিন নান্নু, একই গ্রামের খোরশেদ আলম, টাকই গ্রামের ইয়ারখান ভূঁইয়া, টাকুই গ্রামের মিজানুর রহমান খান, জিরুইন গ্রামের আব্দুল মালেক, সাহেবাবাদ গ্রামের মনির হোসেন চৌধুরী, একই গ্রামের হাবিবুর রহমান এবং মোঃ মনির হোসেন।

চৌদ্দগ্রামে চেয়ারম্যান পদে ৬৮ প্রার্থী:
কুমিল্লার চৌদ্দগ্রামে ২৬ ডিসেম্বর অনুষ্ঠতিব্য ইউপি নির্বাচনে উপজলোর ১২ টি ইউনিয়নে ৬৮জন চেয়ারম্যান, সংরক্ষিত ১শ ৫জন ও সাধারণ সদস্য ৪ শ ৯৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়ণপত্র জমা দেওয়ার শেষ দিন।
উপজলোর আওতাধীন ৪ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহ জালাল মজুমদার আওয়ামীলীগের একক দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বাকী ১১টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ছাড়া ও একাধীক প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে সব চেয়ে বেশি মনোনয়ন পত্র জমা হয়েছে ০৮ নং মুন্সিরহাট ইউপিতে। এখানে ১৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ ইউপিতে পিতা শাহ আলম মোল্লা ও ছেলে ফয়সাল মোল্লা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসেন জানান, উপজেলার ১২ ইউপিতে চেয়ারম্যান পদে ৬৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারমধ্যে
কাশিনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোশারেফ হোসেন [আ’লীগ], মাহবুবুর রহমান, শহিদুল হক শাহিন, খোরশেদ আলম, আইয়ুব আলী, হাজী আবদুল জলিল, রবিউল হক কামাল, মাহাবুবুল হক, আবুল খায়ের, আবদুল মালেক, আইয়ুব আলী ভেণ্ডার।
উজিরপুর ইউপি মো: মাসুম, আলী আশ^ব, প্রভাষক নাইমুর রহমান মজুমদার মাসুম [আ’লীগ], আবদুস সোবহান, বাবুল মিয়া, নুর মোহাম্মদ, ইসমাইল হোসেন ও হোসেন মিয়া।
কালিকাপুর ইউপি বর্তমান চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার [আ’লীগ], সালাউদ্দিন মজুমদার ও আবুল হাসেম।
শ্রীপুর ইউপিতে একমাত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহ জালাল মজুমদার।
শুভপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার [আ’লীগ], এএসএম শাহিন মজুমদার, আলমগীর কবির মজুমদার, সেলিম জাহাঙ্গীর, জিয়াউর রহমান মজুমদার ও মীর হোসেন।
মুন্সিরহাট ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম [আ’লীগ], মহিন উদ্দিন, জসিম উদ্দিন মুহুরী, আরিফুল ইসলাম, আবুল কালাম, শাহ মোঃ ফয়সাল মোল্লা, শাহ আলম মোল্লা, আবদুল কাইয়ুম, আলমগীর হোসেন, জাফর আহমেদ, হেলাল উদ্দিন মজুমদার, মিজানুর রহমান, সাইফুল ইসলাম ও শাহ আলম।
কনকাপৈত ইউপিতে বর্তমান চেয়ারম্যান জাফর ইকবাল [আ’লীগ], গাজী কবির, বেলাল হোসেন, আবু নসর ভূইয়া, মোঃ ইকবাল হোসেন ও আবদুর রাজ্জাক।
বাতিসা ইউপি কাজী ফখরুল আলম ফরহাদ [আ’লীগ], বদরুজ্জামান ও ফারুক হোসেন।
চিওড়া ইউপি বর্তমান চেয়ারম্যান একরামুল হক [আ’লীগ], আবু তাহের, আবদুল কাদের ভূইয়া ও নাসির উদ্দিন চেীধুরী।
গুনবতী ইউপি বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়া খোকন [আ’লীগ], গোলাম মাওলা শিল্পি, মোস্তফা কামাল ও জামাল উদ্দিন।
জগন্নাথদীঘি ইউপি বর্তমান চেয়ারম্যান জানে আলম [আ’লীগ], জাহাঙ্গীর আলম চেীধুরী, আবদুল হাই সুমন, আবদুর রহমান ও মাহবুবুল হক খান।


More Story on Source:

*here*

কুমিল্লার ২৬ ইউনিয়নে  ১৫৮ চেয়ারম্যান প্রার্থী

Dillard's - The Style of Your Life.

By allaboutian

open profile for all

Related Posts

current news of Dhaka bangladesh ,CEC Huda

CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh

831 people 👁️ing this randomly CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh…

বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

887 people 👁️ing this randomly বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত বরিশাল মহানগরীর আওতাধীন…

প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে 

904 people 👁️ing this randomly প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে  সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ…