329 people 👁️ing this randomly
বান্দরবানের লামায় ৭ ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী
জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধি :
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
Published : Friday, 12 November, 2021 at 4:53 PM, Count : 178
ইউপি নির্বাচনে বিজয়ীরা হলেন, ১নং গজালিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বাথোয়াইচিং মার্মা (৪ হাজার ৭৪৬ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল হোসেন (৮৪৭ ভোট), ২ নং লামা সদর ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থী মিন্টু কুমার সেন (২ হাজার ৬৮১ ভোট), তার নিকটতম প্রার্থী মোটর সাইকেল প্রতীকের আক্তার কামাল (১ হাজার ৬৪৫ ভোট), ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল হোসাইন (৬ হাজার ৪২ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন মজুমদার (৫ হাজার ৮৯৪ ভোট), ৪ নং আজিজনগর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন (৩ হাজার ৭১১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রশিদ আহাম্মদ (১ হাজার ৫৬২ ভোট), ৫ নং সরই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ (৪ হাজার ৪৬১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আবু হানিফ (২০৭ ভোট), ৬ নং রূপসীপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ছাচিং প্রু মার্মা (৩ হাজার ৪৫৩ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (২ হাজার ২৮৫ ভোট) এবং ৭ নং ফাইতং ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ওমর ফারুক (৩ হাজার ৩২৫ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলির (২ হাজার ২১৫ ভোট)।লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইন রহমান জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে লামা উপজেলার ৭টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনের কোনো বিষয়ে কারো অভিযোগ থাকলে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ করতে পরামর্শ দেন তিনি।