নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৬ ইউনিট কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলার পাঁচটি এবং টাঙ্গাইল জেলার একটি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
সোমবার (১৩ ডিসেম্বর) সংগঠনের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এবং নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় নারায়ণগঞ্জ জেলার ৫টি এবং টাঙ্গাইল জেলার ১টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় দপ্তর থেকে এসব কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটিসমূহ:
১. সোনারগাঁ উপজেলা : আহ্বায়ক মো. সালাউদ্দিন সালু, সদস্যসচিব মো. নাছির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক- ১. হাজী মো. পেয়ার হোসেন নয়ন ২. আ. জলিল ৩. বিল্লাল হোসেন ৪. আবু মোরশেদ মোল্লা ৫. মো: সফিকুল ইসলাম ভূইয়া ৬. মো. শামীম আহমেদ ৭. আতিক হাসান লেলিন ৮. নাজমুল করীম ইয়াছিন ৯. ফয়সাল ভূইয়া রিপন ১০. মো. মনির হোসেন ১১.মো. জাহাঙ্গীর আলমসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
২. সোনারগাঁ পৌর : আহ্বায়ক মো. ফারুক আহমেদ, সদস্যসচিব মো. মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক- ১. মো. মোবারক হোসেন ২. মো. জোবায়ের আল মামুন ৩. মো:. সালেহ মুসা ৪. অমিত হাসান ৫. নাদিম হোসেন ৬. আব্দুল হাই ৭. আতা রাব্বি জুয়েল ৮. মো. ইউসুফ ৯. শ্রী জীবন চন্দ্রসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৩. রূপগঞ্জ উপজেলা : আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (রফিক), সদস্যসচিব মো. আলী আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক- ১. মো. হাফিজুর রহমান ২. মো. রাসেল আহমেদ ৩. মো. জাহিদ আমির ৪. মো. সোহেল রানা ৫. মো. মোমেন ভূইয়া ৬. মো. আমিনুল ইসলাম সাব্বির ৭. মো. মোতাহের হোসেন ৮. মো. লিটন সরকার ৯. মো. শিপন আহমেদসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৪. কাঞ্চন পৌরসভা : আহ্বায়ক মো. বাবুল মিয়া, সদস্যসচিব মো. আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক- ১. মো. সোহেল মিয়া ২. ম. হাবিবুর রহমান ৩. ম. শিপন মিয়া ৪. মো. আবুল কালাম ৫. মো. ইদ্রিস আলী চৌধুরী ৬. মো. ওসমান মিয়া ৭. মো. জাহাঙ্গীর আলম ৮. মো. মাসুম মিয়া ৯. মো. রোমান মিয়াসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৫. তারাব পৌরসভা : আহ্বায়ক মো. আলতাফ হোসেন, সদস্যসচিব ম. নাঈম মিয়া, যুগ্ম আহ্বায়ক- ১. মো. রায়হান মীর ২. হাজী মো. জাহিদুল হক সেলিম ৩. মো. আল-আমিন হোসেন ৪. মো. মুরাদ তালুকদার ৫. মো. রাসেল সাউদ ৬. মো. হান্নান মিয়া ৭. মো. শরীফ মীর ৮. মো. কবির হোসেন প্রধান ৯. মো. নাজমুল সাউদসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
টাঙ্গাইল জেলার অনুমোদিত ইউনিট কমিটি:
১. গোপালপুর উপজেলা : আহ্বায়ক মো. জাকির হোসেন প্রিন্স, সদস্যসচিব সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক- ১. মো. আকরামুল ইসলাম তালুকদার জুয়েল ২. মোখলেছুর রহমান মোখলেছ ৩. মো. নুরুল ইসলাম নুরু ৪. এস.এম জিয়াউল হক জিয়া ৫. আনিছুর রহমান জ্যাকি ৬. মো. মনছুর হোসেন ৭. মো. বাহারুল ইসলাম মজনু ৮. মো. আব্বাস আলী ৯. জিয়াউল ইসলাম বাবুসহ ২৪ সদস্যবিশিষ্ট কমিটি।
কেএইচ/এমকেআর
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]
More Story on Source:
*here*
নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের ৬ ইউনিট কমিটি
Published By
Latest entries
- allPost2024.11.22ChatRoulette Nasz kraj Bezpłatny Czat Online Sieciowy PL
- allPost2024.11.22Bizzo Casino stu bonusowych obrotów
- allPost2024.11.22Always Hot Deluxe slot online Zagraj za darmo w całej robot wyjąwszy rejestracji
- allPost2024.11.22Gry 77777 bezpłatnie Mieć na afiszu w bezpłatne gry 77777 bez Rejestrowania się