লক্ষ্মীপুরের ৩ ইউনিয়নে আ’লীগ প্রার্থীর জয়, একটিতে ভরাডুবি
লক্ষ্মীপুরে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বিজয়ীদের নাম নিশ্চিত করেছেন।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন- কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নে নৌকার প্রার্থী ইউছুফ আলী মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), চরলরেন্স ইউনিয়নে নৌকার প্রার্থী একেএম নুরুল আমিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), চরকাদিরা ইউনিয়নে হাতপাখার প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহ ও রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে নৌকার প্রার্থী তাওহিদুল ইসলাম সুমন। এরমধ্যে ইউছুফ আলী মিয়া, খালেদ সাইফুল্লাহ, তাওহিদুল ইসলাম সুমন বর্তমান চেয়ারম্যান। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একেএম নুরুল আমিন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, চর কাদিরাতে আওয়ামী লীগ প্রার্থী নুরুল আমিন সাগরের ভরাডুবি হয়েছে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। সেখানে হাতপাখা মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন খালেদ সাইফ উল্যা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু (মোটরসাইকেল)।
কাজল কায়েস/এসজে/এএসএম
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]