২৬ বছর পর ডিআরইউ কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবি
মঙ্গলবার দুপুরে ছবিটি টানানোর আগে ঢাকায় রিপোর্টারদের এই সংগঠনটির নব নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবের নেতৃত্বে নতুন কমিটি ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে দায়িত্ব বুঝে নেওয়ার পর কার্যালয়ে যান। ডিআরইউর কয়েকজন সদস্য এ সময় জাতির পিতার ছবিটি নতুন কমিটিকে উপহার দেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সভাপতি নজরুল ইসলাম মিঠু এ সময় বঙ্গবন্ধুর ছবিটি দেয়ালে টাঙিয়ে দিতে বলেন। কমিটির নতুন সহ-সভাপতি আব্দুল গণি বাবুলের নেতৃত্বে নির্বাচিত কয়েকজন এর প্রতিবাদ জানালে হট্টগোল বেঁধে যায়।
বাবুল বলেন, “২৬ বছরে ডিআরইউতে কোনো রাজনৈতিক ছবি লাগানো হয়নি, সভাপতি সাহেব আপনি এখনও লাগাতে পারেন না, পারবেন না।”
সভাপতি মিঠু তখন বলেন, “সাংবিধানিকভাবে সকল অফিসে বঙ্গবন্ধুর ছবি লাগানো হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ডিআরইউ কার্যালয়ে টানানো হয়েছে। বিষয়টিতে রাজনীতি নেই। অনেক আগেই ডিআরইউতে বঙ্গবন্ধুর ছবি টানানো উচিত ছিল।”
হট্টগোল বাড়লে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেন, “জাতির পিতার ছবি আমাদের সময়ই লাগানোর উদ্যোগ নিয়েছিলাম। এই বিষয়ে কারও কোনো কথা থাকার কথা না।
“কারণ আগের কমিটিতে রেজুলেশন হয়েছিল যেখানে বেশিরভাগ সদস্যই মত দিয়েছিল। এটা এজিএমএ উঠানোর কথা ছিল। সুতরাং এখানে ছবি লাগানো হবে এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই।”
গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২১ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচন হয়। ঢাকা ভিত্তিক গণমাধ্যমের রিপোর্টারদের নিয়ে ১৯৯৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠিত হয়।