গ্রিসে প্রবাসীকল্যাণ মন্ত্রীকে সংবর্ধনা
সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের ফলশ্রুতিতে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম দ্রুতবর্ধনশীল অর্থনীতির একটি বাস্তব উদাহরণ। প্রবাসীদের কল্যাণে তার সরকার সবসময় বদ্ধপরিকর।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
সম্প্রতি গ্রিসের রাজধানী এথেন্সে মন্ত্রী ইমরান আহমেদকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর নামে বাংলা স্কুল প্রতিষ্ঠা কার্যক্রমে সরকারি সফরকালে গ্রিসে বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিস শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এথেন্সের ‘বাংলা-গ্রিক’ শিক্ষা কেন্দ্রের অডিটোরিয়াম হলে শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে গ্রিস আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠনের সভাপতি মান্নান মাতব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদারের পরিচালনায় আয়োজিত হয়।
সাংগঠনিক সম্পাদক লোকমান উদ্দিনের সঞ্চালনায় শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ কমিনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস। এছাড়া গ্রিস আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আলামিন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রীর সম্মানে গ্রিস গার্মেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক নুরুল আমিন দেওয়ান ও বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্রের সভাপতি দাদন মৃধা মন্ত্রীর হাতে ক্রেস্ট তুলে দেন।
এমআরএম/জেআইএম
প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা – [email protected]