দৈনিক জনকন্ঠ || সাভারে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন
নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. সাভার শাখা অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
মানববন্ধনে বক্তারা বলেন, একটি মহল সরকারকে ভুল বুঝিয়ে আবাসিক সংযোগ বন্ধ করে দিয়েছে। এতে সরকার হারাচ্ছেন বিপুল পরিমাণ রাজস্ব। আর এ সুযোগকে কাজে লাগিয়ে গ্যাস চোরারা বিভিন্ন বাড়িতে অবৈধ সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। এ সময় মানববন্ধন থেকে বক্তারা আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি জানান।
মানববন্ধনে তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতি সাভারের আহ্বায়ক মোঃ নুরুল হক, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন সাচ্চার, ঠিকাদার মোঃ নজরুল ইসলাম, আবু তাহের বাবুল, আশরাফুল আলম খোকন ও সবুজ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।