ঋত্বিক ঘটক ও এন্ড্রু কিশোরের জন্ম
মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
০৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার। ১৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ।
ঘটনা
১৯৪৫- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়।
১৯৭২- বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয়।
১৯৭৩- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত।
১৯৯২- ডেমোক্রেটিক পার্টির বিল ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
জন্ম
১৮১২- বাঙালি সংস্কৃত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি।
১৮৮২- বাঙালি সাহিত্যিক কাজী ইমদাদুল হক।
১৮৯৭- বাঙালি উদ্ভিদবিজ্ঞানী জানকী অম্মল।
১৯২৫- বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটক। তার পুরো নাম ঋত্বিক কুমার ঘটক। বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায় এবং মৃণাল সেনের সঙ্গে তুলনীয়। তার জন্ম অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশের) রাজশাহী শহরের মিয়াঁপাড়ায়। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।
১৯২৯- মানব কম্পিউটার নামে পরিচিত ভারতীয় লেখক শকুন্তলা দেবী।
১৯৫৫- সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। পুরো নাম এন্ড্রু কিশোর কুমার বাড়ৈ। বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন ‘প্লেব্যাক সম্রাট’ খ্যাত এই শিল্পী। তিনি ছয় বছর বয়স থেকে সংগীতের তালিম নেওয়া শুরু করেন। ২০২০ সালের ৬ জুলাই ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যু
১৯৮২- ভারতের খ্যাতনামা শিল্পপতি এবং দেশে ভারী শিল্প স্থাপনের সূচনাকারী বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
১৯৯৭- বাঙালি সাহিত্যিক রণেশ দাশগুপ্ত।
১৯৯৯- ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ম্যালকম মার্শাল।
২০১৪- সংগীত শিল্পী মো: আলী সিদ্দীকী।
দিবস
সংবিধান দিবস (বাংলাদেশ)
কেএসকে/জেআইএম
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]
More Story on Source:
*here*
ঋত্বিক ঘটক ও এন্ড্রু কিশোরের জন্ম
Published By
Latest entries
- allPost2024.11.23Crazy Monkey Juego de Tragamonedas Regalado
- allPost2024.11.23Aloha ¡Soluciona Gratuito! Slots lat
- allPost2024.11.23Genau so wie vermag meine wenigkeit Bares von meinem Kontoverbindung auf mein PayPal-Guthaben einzahlen? PayPal DE
- allPost2024.11.23Edelmetalle unter allen umständen angeschlossen liquidieren Degussa