জন্ম শহরে এন্ড্রু কিশোর আছেন ভক্তদের স্মরণে
প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের আজ ৬৭তম জন্মবার্ষিকী। মৃত্যুর পরে জনপ্রিয় এই শিল্পীর দ্বিতীয় জন্মদিন আজ।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
তাকে স্মরণ করতে রাজশাহীর ওস্তাদ আবদুল আজিজ স্মৃতি সংসদ উদ্যোগে থাকছে একটি আয়োজন। সংগঠনটির সদস্যসহ এন্ড্রু কিশোর ভক্তরা হাজির থাকবেন সেখানে।
এন্ড্রু কিশোরের গানে হাতে খড়ি হয় ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর কাছে। পরবর্তীতে ‘সুরবাণী’ নামে একটি সংগীত বিদ্যালয়ে আধুনিক বাংলা, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লোকগীতি গানের তালিম নেন তিনি।
১৯৫৫ সালের ৪ নভেম্বর জন্ম হয় এন্ড্রু কিশোরের। গুণী এই শিল্পী ৪ দশক ধরে সিনেমার গানে জড়িয়ে ছিলেন। ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ সিনেমায় ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেন এন্ড্রু কিশোর। এরপর মুকুল চৌধুরীর কথায় ও আলম খানের সুরে ‘এক চোর যায় চলে’ গানের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— আমার সারা দেহ খেও গো মাটি; আমার বুকের মধ্যেখানে; হায়রে মানুষ রঙিন ফানুস; আমার বাবার মুখে প্রথম যেদিন; ডাক দিয়াছেন দয়াল আমারে; আমার গরুর গাড়িতে; তোমায় দেখলে মনে হয়; পড়ে না চোখের পলক; প্রেমের সমাধি ভেঙে; সবাই তো ভালোবাসা চায়; ভালো আছি ভালো থেকো; ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না; বেদের মেয়ে জোছনা আমায়; তুমি ছিলে মেঘে ঢাকা চাঁদ; পৃথিবীর যত সুখ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি; আমি একদিন তোমায় না দেখিলে; জীবনের গল্প আছে বাকি অল্প; তুমি আজ কথা দিয়েছো; কী যাদু করেছো বলো না; এক বিন্দু ভালোবাসা দাওনা।
৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এন্ড্রু কিশোর। ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রের ‘হায়রে মানুষ রঙিন ফানুস’ গানের জন্য তিনি প্রথম জাতীয় পুরস্কার পান। সৈয়দ শামসুল হকের কথায় গানটির সুরকার ছিলেন আলম খান। এরপর একেএকে ক্ষতিপূরণ (১৯৮৯) চলচ্চিত্রে ‘আমি পথ চলি একা এই দুটি ছোট্ট হাতে’; পদ্মা মেঘনা যমুনা (১৯৯১) চলচ্চিত্রে ‘দুঃখ বিনা হয় না সাধনা’; কবুল (১৯৯৬) চলচ্চিত্রে ‘এসো একবার দুজনে আবার’; আজ গায়ে হলুদ (২০০০) চলচ্চিত্রে ‘চোখ যে মনের কথা বলে’; সাজঘর (২০০৭) চলচ্চিত্রে ‘সাজঘর’; কী জাদু করিলা (২০০৮) চলচ্চিত্রে ‘কী জাদু করিলা’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
ভারতের খ্যাতিমান সংগীত পরিচালক আর ডি বর্মণের সুরে ‘সুরজ’ নামে সিনেমায় এন্ড্রু কিশোর হিন্দি গান গেয়েছিলেন। এ ছাড়া, তার সুরে আরও দুটি বাংলা গান করেছেন। ২০২০ সালের ৬ জুলাই মারা যান কিংবদন্তি এই কণ্ঠশিল্পী।
More Story on Source:
*here*
জন্ম শহরে এন্ড্রু কিশোর আছেন ভক্তদের স্মরণে
Published By
Latest entries
- allPost2024.11.24243 Crystal Fruits Reversed Recensione Slot 2024 The National Music Conservatory
- allPost2024.11.24Top Online Slots for Real Money in 2024: 10 Best Casino Sites
- allPost2024.11.24Alistamento Infantilidade Pagamentos Como Principais Características Da Slot Machine Cash Pig
- allPost2024.11.24Minutos Pagantes das Slots PG, Melhor Horário para Aprestar