নৌকার মনোনয়ন না পেয়ে টাকা ফেরত চাইলেন বিদ্রোহী প্রার্থী
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। দলীয় মনোনয়ন না পেয়ে তার কাছ থেকে টাকা ফেরত চাইলেন উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন (রাজু)।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভার এক বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর।
বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন তার বক্তব্যে বলেন, ‘যে আওয়ামী লীগ নেতারা নৌকার মনোনয়ন দেবেন বলে টাকা হাতিয়ে নিয়েছেন কিন্তু নৌকা দেন নাই, টাকাও ফেরত দিচ্ছেন না। আমি সেই টাকা ফেরত চাই। অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর কাছে টাকা ফেরত চাইলে তিনি আমাকে বিদ্রোহী-প্রার্থী করে ভোটের মাঠে নামান। পাঁচ লাখ টাকা দেওয়ার আশ্বাসও দেন। কিন্তু আমি তার টাকা চাই না। দলীয় মনোনয়ন দেবেন বলে যে টাকা নিয়েছেন আপনি, আমার সেই আসল টাকা ফেরত চাই। এখন টাকা চাওয়ায় তিনি আমাকে চাঁদাবাজি মামলার হুমকি দিচ্ছেন। ’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মনে রাখবেন মিথ্যা মামলা করলে চরকাদিরার মানুষ আপনাকে ঝাড়ুপেটা করবে, ঝাড়ু মিছিল বের করবে। ’
বক্তব্যে রাজন আরও বলেন, ‘কমলনগরের আওয়ামী লীগকে আপনি ধ্বংস করে দিয়েছেন। ’
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজুর মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে, চরকাদিরা ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া আরও দুইজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই ইউপিতে ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাখা প্রতীকের বর্তমান চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, আনারস প্রতীক নিয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হোসেন হাওলাদার ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু (মোটরসাইকেল), আরেক বিদ্রোহী প্রার্থী ইব্রাহিম বাবুল মোল্লা (চশমা), স্বতন্ত্র প্রার্থী মহিন হাওলাদার (ঘোড়া) ও শরিফুল ইসলাম (অটোরিকশা) প্রার্থী হয়েছেন।
১১ নভেম্বর কমলনগরের চর কাদিরা ও চরমার্টিন ইউপি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। একই উপজেলার চরলরেন্স ইউপিতে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ইউপিতে শুধু সদস্য পদে ভোট হবে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২১
এসআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
More Story on Source:
*here*
নৌকার মনোনয়ন না পেয়ে টাকা ফেরত চাইলেন বিদ্রোহী প্রার্থী
Published By
Latest entries
- allPost2024.11.22De liefste Nederlandse online casinos va 2024
- allPost2024.11.22Bank Online Lezen
- allPost2024.11.22Gokhal Online Schrijven
- allPost2024.11.22Uitgelezene Nederlandse Online Casinos 2024!