বিএনপিকে দমন করতে সাম্প্রদায়িক হামলা: ফখরুল
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
রোববার ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেটার উদ্দেশ্য রাজনৈতিক। যারা জোর করে ক্ষমতা দখল করে আছেন, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং সামনে আবার নির্বাচনী নির্বাচনী খেলা আসছে সেই খেলায় আবার জয়লাভ করা। এটা হচ্ছে মূল্য লক্ষ্য।
“ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গে আমরা প্রথম থেকে বলে আসছি যে সরকার এই সব ঘটনার সাথে সম্পূর্ণভাবে দায়ী। এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা। উদ্দেশ্য বিএনপিকে আবার জড়িয়ে দিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন থেকে সরিয়ে দেওয়া।”
ক্ষমতাসীনদের দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, “এই পর্যন্ত যতগু্লো ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনায় দেখবেন আওয়ামী লীগের কোনো না কোনো সংগঠনের বা নেতৃবৃন্দ সূত্রপাত করেছে।
“আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। হবে না এই জন্য যে, অস্ত্রটা তাদের দরকার। এই অস্ত্র দিয়ে তারা বাংলাদেশে গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে, ভোটের অধিকারের জন্য যারা লড়াই করছে, তাদেরকে তারা রুখে দিতে চায়, তাদেরকে তারা স্তব্ধ করতে চায়।”
এই অবস্থার পরিবর্তনে তরুণ-যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান ফখরুল।
তিনি বলেন, “এদেশের মানুষ কখনও ব্যর্থ হয়নি। বার বার সংগ্রাম করেছে, লড়াই করেছে, বার বার মানুষ জয়ী হয়েছে। হয়ত কিছুদিনের জন্য আমরা পিছিয়ে থাকতে পারি, কিন্তু কখনোই আমরা পরাজিত হইনি, হব না।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আজকের প্রেক্ষাপট, আমাদের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “আজকে এই আলোচনা সভায় বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের দেখছি। আমরা যদি একটু এক সঙ্গে হই, যদি একবার একসঙ্গে হুংকার দিই, এই সরকার কিন্তু থাকবে না।
“এই সরকার এখন কাগুজে বাঘ। ছোট একটা টোকা দিলে তারা পড়ে যাবে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।”
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “আমরা একটা খলের সাথে লড়াই করছি। সেই খলের ছলের অভাব নাই, তার দুর্বুদ্ধির অভাব নাই। এই সরকার যারা চালান তারা বুদ্ধিমান নয়, তারা চতুর, তারা ধূর্ত, তারা খল।
“আমরা যারা লড়াই করতে চাই এটা বুঝেই লড়াই করতে হবে। তা নাহলে লড়াইটাতে জিততে পারবেন না।”
“সেই লড়াই করবার জন্যে বিএনপিকে উদ্যোগ নিতে হবে। বিএনপি ডাকলে সবাই আস্থাটা পাবে,” বলেন তিনি।
গণফোরামের নেতা সুব্রত চৌধুরী বলেন, “এক যুগ ধরে রামু থেকে নাসিরনগর, নাসিরনগর থেকে গঙ্গাচড়া, গঙ্গাচড়া থেকে মুরাদনগর, আবার ঘুরে ফেরে কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম। কাল রাতে বগুড়ার ধুনট। এগুলো কি সরকারের ইন্ধন ছাড়া হচ্ছে?
“আর কাল পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব যা বলেছেন, এর পরে এটা মনে করার কোনো কারণ আছে যে, সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া এরকম একটা স্টেটমেন্ট আসে।”
জাসদ(রব) সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার বলেন, “দেশে পূজামণ্ডপে হামলার ঘটনা সরকারের হীন ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।”
সেলিমা রহমানের সভাপতিত্বে ও আজিজুল বারী হেলালের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, হাবিবুর রহমান হাবিব, সুকোমল বড়ুয়া, রুহুল কবির রিজভী, গৌতম চক্রবর্তী, এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আসাদুজ্জামান আসাদ, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, জহির উদ্দিন স্বপন, খন্দকার আবু আশফাক, আফরোজা আব্বাস, মাইনরিটি জনতা পার্টির সুকুতি কুমার মন্ডল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক ইলিয়াস খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আ্উয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আমিনুল হক, রবিউল ইসলাম রবি,মশিউর রহমান বিপ্লব, একরামুল হক বিপ্লব, রমেশ দত্ত, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শেখ শামীম, সাইফুল ইসলাম ফিরোজ, আরিফা সুলতানা রুমা উপস্থিত ছিলেন।
More Story on Source:
*here*
বিএনপিকে দমন করতে সাম্প্রদায়িক হামলা: ফখরুল
Published By
Latest entries
- allPost2024.11.22Always Hot Deluxe slot online Zagraj za darmo w całej robot wyjąwszy rejestracji
- allPost2024.11.22Gry 77777 bezpłatnie Mieć na afiszu w bezpłatne gry 77777 bez Rejestrowania się
- allPost2024.11.22Ultra Hot Deluxe internetowego bezpłatnie I Automaty do odwiedzenia gry Hot Spot 777!
- allPost2024.11.22Judge postpones sentencing in Trump hush money case