২৩ ইউপির ১৬টিতেই আওয়ামী লীগের পরাজয়
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
সপ্তম ধাপে কুমিল্লার দুই উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৬টিতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন। জিতেছেন মাত্র সাতটিতে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।
দেবিদ্বার উপজেলার ১৪ ইউপির চারটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা। তারা হলেন- গুনাইঘর উত্তরে মোকবল হোসেন মুকুল, গুনাইঘর দক্ষিণে হুমায়ুন কবির, সুলতানপুরে প্রফেসর হুমায়ুন কবির ও বড়কামতা ইউনিয়নে নুরুল ইসলাম।
বাকি ১০ ইউনিয়নে জয়লাভ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। তারা হলেন- বড়শালঘর ইউনিয়নে আব্দুল আউয়াল (আনারস), রসুলপুরে শাহজাহান সরকার (ঘোড়া), সুবিলে গোলাম সরোয়ার মুকুল ভুইয়া (চশমা), জাফরগঞ্জে জাহিদুল ইসলাম (আনারস), রাজামেহারে জসিম সরকার (চশমা), ধামতীতে মহিউদ্দিন মিঠু (আনারস), এলাহাবাদে নুরুল আমিন (চশমা), মোহনপুরে ময়নাল হোসেন (মোটরসাইকেল), ফতেহাবাদে কামরুজ্জামান মাসুদ (দোয়াত-কলম) ও ইউসুফপুর ইউনিয়নে মোহাম্মদ জাকারিয়া (আনারস)।
ভোট গ্রহণের আগের রাতে ভানী ইউনিয়নের চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুলের ইন্তেকালে সেখানের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের তিনটিতে নৌকা ও ছয়টিতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- বাকশীমূলে আবদুল করিম (নৌকা), সদরে জয়নাল আবেদীন (নৌকা), ময়নামতিতে লালন হায়দার (নৌকা), ষোলনলে হাজী বিল্লাল (আনারস), রাজাপুরে কাসেম মাস্টার (ঘোড়া), পীরযাত্রাপুরে আলহাজ্ব আবু তাহের (আনারস), মোকামে সাহেব আলী (চশমা), ভারেল্লা উত্তরে ইস্কান্দর আলী (আনারস) ও ভারেল্লা দক্ষিণে ওমর ফারুক (ঘোড়া)।
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।