Categories
allPost

তালিকায় সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, আমলা, পুলিশের নাম

326 people 👁️ing this randomly

তালিকায় সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, আমলা, পুলিশের নাম

ঢাকা: সার্চ কমিটির আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির জমা দেওয়া নামের তালিকা সোমবার (১৪ ফেব্রুযারি) প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

তালিকায় রয়েছেন সাবেক দুই প্রধান বিচারপতি, সেনা প্রধান, পুলিশ প্রধানসহ সচিবরা।

তবে একজনের নাম একাধিকবারও এসেছে।

বিচারপতি
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ও সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি আবু বকর, বিচারপতি আবু বকর সিদ্দিকী, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, বিচারপতি মুসা খালেদ, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি মো. মোমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি আব্দুর রশিদ, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, বিচারপতি ফরিদ আহমদ ও বিচারপতি মনসুরুল হক চৌধুরী।

জেলা জজ
হাসান ইমাম, খান মো.আবদুল মান্নান, এ কে এম শামসুল ইসলাম, বেলায়েত হোসেন, আব্দুল মজিদ, মোহাম্মদ আলতাফ হোসেন, মোহাম্মদ শফিউল আজম, আকবর হোসেন মৃধা, মো. আফতাব উদ্দিন, মো. আব্দুস সামাদ, মো. নুরুল হুদা, শামসুন নাহার বেগম, সৈয়দ এনায়েত হোসেন, হোসেন শহীদ আহমদ, এ কে এম আবুল কাশেম, ড. মো. শাহজাহান, দেওয়ান মো. শফিউল্লাহ, রাশিদা সুলতানা, মো. গাজী রহমান, মো. ফখরুদ্দিন, মো. শামসুল হক, মো. সফিকুল ইসলাম ও আসগর আলী।     

সশস্ত্র বাহিনীর সদস্য
এয়ার কমান্ডার ইসফাক ইসলাম চৌধুরী, সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, জেনারেল জামিল ডি আহসান বীর প্রতীক, বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, বিগ্রেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী, বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, বিগ্রেডিয়ার জেনারেল মো. রেফায়েত উল্লাহ, বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল আল-আযাহার, বিগ্রেডিয়ার জেনারেল মো. আব্দুস সোবহান সাদেক, বিগ্রেডিয়ার জেনারেল মো. মাহমুদুল হক এনডিসি, মেজর জেনারেল আবু নাছের মো. ইলিয়াস, মেজর জেনারেল আ ন ম মুনীরুজ্জামান, মেজর জেনারেল সালেহউজ্জামান, মেজর জেনারেল আব্দুল বারী, মেজর জেনারেল হারুনুর রশীদ, মেজর জেনারেল মউনুল ইসলাম, মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান, মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার, মেজর জেনারেল রফিকুল ইসলাম, মেজর জেনারেল সাখাওয়াত হোসেন, লেফটেন্যান্ট জেনারেল মো. শফিকুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, লেফটেন্যান্ট জেনারেল জাফর উল্লাহ সিদ্দিক ও এয়ার চিফ মার্শাল ফখরুল আজম।

পুলিশ
অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান, আইজিপি এ কে এম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি মাহাবুব হোসেন, ডিআইজি মঞ্জুর কাদের খান, আইজিপি মো. হাবিবুর রহমান, আইজিপি মো. শহিদুল ইসলাম, আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও অতিরিক্ত আইজিপি মীর শহীদুল আলম।

আমলা
অশোক কুমার বিশ্বাস, আখতারী মমতাজ, আনিসুর রহমান, আবু আলম শহীদ খান, উজ্জ্বল বিকাশ দত্ত, এ কে এম মনোয়ার হোসেন আখন্দ, এস এম আব্দুল ওয়াহাব, এস এম হারুন অর রশীদ, কাজী রওশন আক্তার, কাজী রিয়াজুল হক, কাজী হাবিবুল আউয়াল, কামরুন নাহার, মো. নুরুল ইসলাম, খোন্দকার মিজানুর রহমান, খন্দকার মো. আসাদুজ্জামান, জালাল আহমেদ, অপরুপ চৌধুরী, অশোক মাধব রায়, আব্দুল মালেক মিয়া, আব্দুল মালেক, আবদুস সামাদ, আবুল কালাম আজাদ, ইসরাইল হোসেন, এ এইচ এম সাদিকুল হক, এ এল এম আব্দুর রহমান, এম জানিবুল হক, এসএম আব্দুল ওয়াহাব, কালাচাঁদ মণ্ডল, জিল্লার রহমান, জেসমিন টুলি, তারিক-উল-ইসলাম, নজিবুর রহমান, ফয়েজ আহমেদ ভূঁইয়া, মিকাইল শিপার, মেসবাহুল আলম, মো. আবুল কাসেম, মো. ইউসুফ, জানিবুল হক, নাসির উদ্দিন আহমেদ, মো. মুস্তাফিজুর রহমান, মো. শাহজাহান আলী মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল, মোস্তফা কামাল উদ্দিন, মোহাম্মদ আবদুল করিম, মুহাম্মদ মাহফুজুর রহমান, আনিছুর রহমান, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, মো. আনসার আলী খান, মো. আলমগীর, মো. ইদ্রিস মিয়া, মো. ওয়াসিউজ্জামান আখন্দ, মো. কামাল উদ্দিন তালুকদার, মো. কুদ্দুস খান, মো. নূর উর রহমান, মো. নুরুন নবী তালুকদার, মো. শাহজাহান মিয়া, মো. শহিদুজ্জামান, মো. হুমায়ুন খালিদ, রওনক মাহমুদ, রোকসানা কাদের, শ্যামল কান্তি ঘোষ, সিরাজুল হক খান, হেলাল উদ্দিন আহমেদ, ড. আফরোজা পারভীন, জাফর আহমেদ খান, ড. মিহির কান্তি মজুমদার, ড. মোহাম্মদ আব্দুল মজিদ, ড. মোহাম্মদ জাকারিয়া, ড. মোহাম্মদ জাকারিয়া, ড. মোহাম্মদ সাদিক, ডা. মো. সিরাজ দৌলা, বিশ্বাস লুৎফর রহমান, এম আব্দুল মালেক মিয়া, মো. আনসার আলী খান, মো. ফজুলল করিম, মো. সারোয়ার হোসেন, ভীম চরণে রায়, মো. আবুল কাসেম, মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, মুশফিকা ইকফাত, মো. আব্দুল মান্নান, মো. জাহাঙ্গীর মোল্লা, মো. ফাইজুর রহমান, মো. শহীদুজ্জামান, রোকন উদ-দৌলা, হেদায়েতুল্লাহ আল মামুন, হুমায়ুন কবির, মো. সামসুদৌহা, মো. মহিবুল হক, নাজিম উদ্দিন চৌধুরী ও ফয়জুর রহমান চৌধুরী।
 
আইনজীবী
আব্দুল মোতালেব মিয়া, আবুল হাশেম, শাহ খসরুজ্জামান, খন্দকার হাসান শাহরিয়ার, গাজী মো. মহসিন, আব্দুল্লাহ শাহাদাত খান, আব্দুল হালিম, এ এ এ মনিরুজ্জামান, এজাজুর রসুল, এম কে রহমান, এস এম রেজাউল করিম, মো. আবু বাকার সিদ্দিকী খান, মোহাম্মদ জামিল খান, আবুল হাশেম, মো. গোলাম মোস্তফা, মো. নুরুল ইসলাম চৌধুরী, সৈয়দ মোহাইমেন বকস কল্লোল, ড. এ কে এম আখতারুল কবির, ড. মো. শাহজাহান, ড. শাহদীন মালিক, ডি এইচ এম মনির উদ্দিন, বদরুল ইসলাম, শাহ আলম মিয়া, সৈয়দ মিজানুর রহমান ও মো. শাহ আলম মিয়া।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
ইএস/কেএআর


More Story on Source:

*here*

তালিকায় সাবেক বিচারপতি, সেনা কর্মকর্তা, আমলা, পুলিশের নাম

Dillard's - The Style of Your Life.

By allaboutian

open profile for all

Related Posts

current news of Dhaka bangladesh ,CEC Huda

CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh

831 people 👁️ing this randomly CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh…

বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

887 people 👁️ing this randomly বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত বরিশাল মহানগরীর আওতাধীন…

প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে 

776 people 👁️ing this randomly প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে  সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ…