ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ক্রিকেট কমিটি
চট্টগ্রাম: মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২ এ অংশগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভা ক্লাব চেয়ারম্যান ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
সিজেকেএস কাউন্সিলর ও ক্লাবের পরিচালক আব্দুর রশিদ লোকমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক মাহবুব আলম, সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, সিজেকেএস কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, মো. ইলিয়াস, নিয়াজ মোর্শেদ এলিট, ক্লাবের পরিচালক রাজিব দাশ সুজয়, তরিত কান্তি দে প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ইমরান আহমেদকে সম্পাদক ও ক্লাবের পরিচালক আব্দুর রশিদ লোকমানকে ম্যানেজার করে ৩৩ সদস্য বিশিষ্ট প্রিমিয়ার ক্রিকেট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এইচ এম সোহেল, বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম, ব্যাংকার রাশেদুল আমিন, আব্দুল মান্নান, নিজাম উদ্দিন মাহমুদ, মো. ইসমাইল, মো. আবু ছালেহ, মাহবুবুল আলম, ওয়াহিদুল আলম শিমুল, এস এম আল নোমান, মো. সোলাইমান, লায়ন আরশাদুর রহমান, আবুল বশর, মিল্টন, অঞ্জন বিশ্বাস, সহ-সম্পাদক জসিম উদ্দিন মিঠুন, জালাল হোসেন, রবি রায়, বাবুল কান্তি দাশ তনয়, লায়ন মো. নুরুজ্জামান, মো. ইমরান রনি, সদস্য মো. আমির উদ্দিন চৌধুরী, লায়ন জাহাঙ্গীর আলম, ফরিদুল ইসলাম, শহিদুল ইসলাম পিন্টু, আবু তাহের জাবেদ, মো. কামরুজ্জামান, মো. জানে আলম, ডা. মো. বাবর চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী লিটন।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসএস/এসি/টিসি