তিন জেলায় স্বেচ্ছাসেবক দলের ১৭ ইউনিট কমিটি গঠন
তিন জেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৭টি ইউনিট কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৪টি, কুমিল্লা উত্তরের দুইটি এবং কিশোরগঞ্জের একটি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম ও ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা উত্তর জেলা নেতাদের যৌথ সভা হয়। সভায় ব্রাহ্মণবাড়িয়ায় ১৪টি, কুমিল্লা উত্তরে দুইটি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মো. মোল্লা সালাউদ্দিন ওই জেলার ১৪টি কমিটি অনুমোদন করেন। সভায় কুমিল্লা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি আল এমরান খান ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন হাজারী জেলার দুইটি কমিটি অনুমোদন করেন। এছাড়াও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার অনুমোদিত ইউনিট কমিটি
১. ব্রাহ্মণবাড়িয়াসদর উপজেলা: আহ্বায়ক মো. আরিফ নুরুল আমিন, সদস্য সচিব মো. আবেদ হোসেন। যুগ্ম আহ্বায়ক- ১. মো. শফিকুল ইসলাম, ২. শেখ সালাউদ্দিন, ৩. মো. শফিক, ৪. মো. হাসানুল কবির, ৫. মো. হোসেন মিয়া (সাবেক মেম্বার), ৬. মো. সোহেল মিয়া, ৭. মো. সেলিম মিয়া, ৮. মো. নাঈমুল ইসলাম, ৯. শেখ মো. বাদল মিয়াসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
২. ব্রাহ্মণবাড়িয়া পৌর: আহ্বায়ক শামছুল রহমান সজীব, সদস্য সচিব মো. বাবু। যুগ্ম আহ্বায়ক- ১. মো. সাইদুল ইসলাম, ২. মুসা ইকবাল চৌধুরী, ৩. রুবেল খান, ৪. এমরান ভূঁইয়া, ৫. খোকা মিয়া, ৬. খন্দকার আকরাম, ৭. অপূর্ব ঘোষসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
৩. আশুগঞ্জ উপজেলা: আহ্বায়ক আতাউর রহমান বাবুল, সদস্য সচিব মো. হুমায়ুন কবির। যুগ্ম আহ্বায়ক- ১. মো. সুজন, ২. রাসেল বিপ্লব, ৩. আকরাম আহমেদ খান, ৪. মো. জসিম, ৫. জহির চৌধুরী, ৬. মির্জা আব্বাস, ৭. মো. সুমন, ৮. মো. সাদ্দাম, ৯. মো. আমিনুলসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৪. সরাইল উপজেলা: আহ্বায়ক মেহেদী হাসান পলাশ, সদস্য সচিব ম. আল-আমিন শাহরিয়ার। যুগ্ম আহ্বায়ক- ১. সালাহ উদ্দিন সুরুজ, ২. মুখলেছুর রহমান (মামুন), ৩. মো. হাসান মাস্টার, ৪. মো. রবিউল ইসলাম, ৫. মাইনুল ইসলাম, ৬. মো. সেলিম মিয়া, ৭. আব্দুল গাফফার আওয়াল, ৮. মো. জুয়েল মিয়া, ৯. মেহেদী হাসানসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৫. নাসিরনগর উপজেলা: আহ্বায়ক মো. এনামুল হুদা সুমন, সদস্য সচিব নজরুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক- ১. মো. আব্বাছ আলী, ২. অ্যাডভোকেট কে এম নজরুল ইসলাম রানা, ৩. মো. বকুল মিয়া, ৪. শফিকুল ইসলাম চৌধুরী, ৫. মো. মিনহাজুল কবির, ৬. মো. ইকবাল হাসান, ৭. সৈয়দ মাশুক, ৮. মো. আব্দুল বাকি, ৯. আফজল হোসেনসহ (রতনপুর) ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৬. বিজয়নগর উপজেলা: আহ্বায়ক মো. সাঈদ খোকন, সদস্য সচিব খাবিরুর রহমান মনির। যুগ্ম আহ্বায়ক- ১. মো. নাছির উদ্দিন, ২. মো. কাউছার আহম্মেদ, ৩. মো. ইব্রাহীম, ৪. মো. ফারুক, ৫. মো. আব্দুর জলিল মিষ্টু, ৬. মো. শাহ আলম মিয়া, ৭. মো. শামীম, ৮. মো. আক্তার হোসেন, ৯. মো. মিয়াব আলীসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৭.নবীনগর উপজেলা: আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব তোজাম্মেল হক বকুল। যুগ্ম আহ্বায়ক- ১. মো. বায়োজিদ বাবু, ২. আব্দুল্লাহ আল মামুন, ৩. এ কে এম কাবিল কুদ্দুস, ৪. মোশারফ হোসেন চৌধুরী, ৫. মাহমুদুল হক বাবু, ৬. মো. ইয়াছিন মাস্টার, ৭. মো. রেজাউল করিম বাবু, ৮. ইফতেকার মামুন, ৯. ইয়ার হোসেন মেম্বারসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
৮. নবীনগর পৌর: আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন মৃধা, সদস্য সচিব মো. জসিম উদ্দিন। যুগ্ম আহ্বায়ক- ১. মো. আল আমিন, ২. বশির আহম্মেদ, ৩. বাবুল মিয়া, ৪. রাজু ঋষি, ৫. মো. জুয়েলসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি।
৯.বাঞ্ছারামপুর উপজেলা: আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্য সচিব মো. আওলাদ হোসেন। যুগ্ম আহ্বায়ক- ১. মো. মাহবুব হাসান, ২. মো. রফিকুল ইসলাম, ৩. মো. আকরাম হায়দার, ৪. মো. জুয়েল রানা, ৫. পারভেজ আহমেদ মানিক, ৬. মো. নাছির উল্লাহ, ৭. মো. আল আমিন ৮. আলমগীর হোসেন, ৯. মো. আল জামাল আহমেদসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
১০. বাঞ্ছারামপুর পৌর: আহ্বায়ক সালাউদ্দিন, সদস্য সচিব মো. সাব্বির আহম্মেদ অপু। যুগ্ম আহ্বায়ক- ১. জাহিদুল ইসলাম ফাহাদ, ২. মো. রিয়াজ ইসলাম, ৩. ফাহাদ হোসেন, ৪. মাহবুব হোসেন, ৫. রবিউল্লাহ, ৬. মো. মনির হোসেন, ৭. মেজবাহ উদ্দিন, ৮. মো. সিদ্দিকুর রহমান, ৯. মো. সুমন মিয়াসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
১১. কসবা উপজেলা: আহ্বায়ক মো. জমির খান, সদস্য সচিব মো. নাসিম ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক- ১. ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম, ২. মো. গোলাম জিলানী ভূঁইয়া, ৩. মো. হামিম ভূঁইয়া রিপন, ৪. মো. সোহরাব হোসেন সুমন, ৫. মো. সারোয়ার কামাল, ৬. মো. সোহাগ, ৭. ঘটক মো. হেলাল উদ্দিন, ৮. মো. হিরণ মিয়া, ৯. মো. আফতাব উদ্দিন নাসিরসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
১২. কসবা পৌর: আহ্বায়ক মো. রুনু মিয়া, সদস্য সচিব মো. মিজান মিয়া। যুগ্ম আহ্বায়ক- ১. মনিরুল ইসলাম (মনির), ২. মীর ফিরোজ, ৩. মো. জামাল মিয়া, ৪. মো. ফিরোজ মিয়া, ৫. মো. গোলাম মোস্তফা, ৬. মো. আল-আমিন, ৭. মো. মোশাররফ হোসেন, ৮. মো. শাহাদাত, ৯. মো. শাহ পরান পাঠানসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
১৩. আখাউড়া উপজেলা: আহ্বায়ক জসিম উদ্দিন রাজু, সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া। যুগ্ম আহবায়ক- ১. মো. লিটন আহমেদ ভূঁইয়া, ২. মো. আলম ভূঁইয়া, ৩. মো. জাফরউল্লাহ, ৪. মো. ফয়সাল মিয়া, ৫. মো. শফিকুল ইসলাম, ৬. মো. সাখাওয়াত হোসেন, ৭. মো. আওয়াল ভূঁইয়া, ৮. মো. সাইফুল ইসলাম, ৯. মো. ছাব্বির সহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
১৪. আখাউড়া পৌর: আহ্বায়ক মো. রামিন খান, সদস্য সচিব মো. আরিফ হাসান ঝিকু। যুগ্ম আহ্বায়ক- ১. মো. রাকিব মিয়া, ২. মো. রিপন মিরাজী, ৩. মো. হান্নান মিয়া, ৪. মো. রাশেদ খান, ৫. মো. আল আমিনসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলার অনুমোদিত ইউনিট কমিটি
১. চান্দিনা উপজেলা: আহ্বায়ক ডা. মো. সাইফুল্লাহ (বাপ্পি), সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন। যুগ্ম আহ্বায়ক- ১. মো. এরশাদুল হক, ২. কামাল হোসেন মুন্সি, ৩. আতিকুর রহমান ভূঁইয়া, ৪. সাইফুল ইসলাম বাবর, ৫. জয়নাল আবেদিন, ৬. উজ্জর হোসেন রানা, ৭. আনোয়ার পারভেজ শিমুল, ৮. শফিকুল ইসলাম, ৯. আব্দুল্লাহ আল-মামুন, ১০. সাইফুল আলম রাসেলসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
২. চান্দিনা পৌর: আহ্বায়ক ফারুক আহমেদ খান, সদস্য সচিব ইকরামুজ্জামান শান্ত। যুগ্ম আহ্বায়ক- ১. নজরুল ইসলাম, ২. মোজাম্মেল হক, ৩. নজরুল ইসলাম-২, ৪. সাব্বির মাহমুদ পিয়াস, ৫. মেহেদি হাসান মানিক, ৬. দেলোয়ার হোসেন, ৭. গাজী রানা, ৮. জুবায়ের আহাম্মেদ সুমন, ৯. রুবেল হোসেনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।
কিশোরগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি
১. তাড়াইল উপজেলা: আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্য সচিব মো. জাহাঙ্গীর হাসান ভূঞা রাকিব। যুগ্ম আহ্বায়ক- ১. মো. রবিউল আউয়াল, ২. মো. রুবেল খন্দকার, ৩. ইমতিয়াজ মাশরাফি জহির, ৪. মো. আবুল হুসেন ইমন ভূঞা, ৫. মো. রুবেল মোড়ল, ৬. মো. আজহারুল ইসলাম হারুন, ৭. মো. ইমদাদুল হক রাজীব, ৮. মো. জাহাঙ্গীর মিয়া, ৯. মো. সুমন মিয়াসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।
ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কেএইচ/একেআর/কেএসআর/এমএস
More Story on Source:
*here*
তিন জেলায় স্বেচ্ছাসেবক দলের ১৭ ইউনিট কমিটি গঠন
Published By
Latest entries
- Slottica Bonus Bez Depozytu 2021 Muito Simples - 452025.01.21Kasyno Slottica Opinie Mais Como
- Slottica Bonus Bez Depozytu 2021 Muito Simples - 452025.01.21Sport Slottica Big Bass Bonanza
- Slottica Bonus Bez Depozytu 2021 Muito Simples - 452025.01.21Slottica Bonus Bez Depozytu 2022 Politica De Privacidade
- Slottica Bonus Bez Depozytu 2021 Muito Simples - 452025.01.21Slottica Free Spins No Deposit Uma Boa