Categories
allPost

তোফায়েল সামি ও সৈয়দ মুক্তাদির তাদের কর্মের মাঝেই বেঁচে থাকবেন

199 people 👁️ing this randomly

তোফায়েল সামি ও সৈয়দ মুক্তাদির তাদের কর্মের মাঝেই বেঁচে থাকবেন

জালালাবাদ এসোসিয়েশন আয়োজিত স্মরণ সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সমাজের জন্য যারা কল্যাণমূলক কাজ করেন তাদের মানুষ চিরদিন স্মরণে রাখে। প্রয়াত সি এম তোফায়েল সামি ও সৈয়দ আব্দুল মুক্তাদিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, আমাদের এই দুইজন গুণী মানুষসহ যারা সমাজের কল্যাণে কাজ করে আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের কথা মানুষ মনে রাখবে, তারা তাদের কর্মের মাঝে বেঁচে থাকবেন বলেই আমার বিশ্বাস। করোনাকাল এবং নিউ নরমাল সময়ে প্রয়াত সিলেটের ওই গুণীজনদের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী। শনিবার বিকালে কাওরান বাজারস্থ জালালাবাদ ভবনে এসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি ও সৈয়দ আব্দুল মুক্তাদিরসহ বৃহত্তর সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্মরণে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের সহ-সভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমেদ মজুমদার এমপি, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও সরকারের সাবেক সচিব এ এইচ মোফাজ্জল করিম। সভায় এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য, জালালাবাদ ভবন ট্রাস্টি, আজীবন সদস্য ও সিলেট অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমদের স্বাগত বক্তব্যের মধ্য শুরু হওয়া স্মরণসভায় এসোসিয়েশনেরর সহ-সভাপতি ও ভবন ট্রাস্টের সেক্রেটারি আব্দুল কাইয়ুম চৌধুরী সমপ্রতি সিলেট অঞ্চলের মৃত্যুবরণকারী বিশিষ্টজনের তালিকা উপস্থাপন করেন। এসোসিয়েশনের পক্ষ থেকে যাদেরকে স্মরণ করা হয়-তারা হলেন এসোসিয়েশনের উপদেষ্টা জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমদ গাজী, এম এ রশিদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আল্লামা, সাবেক কার্যনির্বাহী সদস্য ও এনবিআর-এর সাবেক চেয়ারম্যান নুরুল হোসেন খান, সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি আর দত্ত, সাবেক গভর্নর সেগুফতা বখত চৌধুরী (এস.বি চৌধুরী), বিচারপতি আব্দুল হাই, ভাষা সৈনিক জাকারিয়া খান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, প্রফেসর ডা. মো. তাহির, এনজিও ব্যক্তিত্ব শফিকুল হক চৌধুরী, প্রফেসর আতফুল হাই শিবলী, অতিরিক্ত সচিব ফয়জুর রহমান চৌধুরী, শামীম কবির চৌধুরী, এম এস আই চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের সহোদর এম ফয়জুর রহমান, হাফিজ মজির উদ্দিন, আরইবি’র সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত খান, প্রফেসর সৈয়দা শওকত আরা মুক্তাদির, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশার সহধর্মিণী সুরাইয়া ইয়াসমিন, সাবেক এমপি হোসনে আরা ওয়াহিদ, ডা. মঞ্জুর রশিদ চৌধুরী, সাবেক মেয়র বদরউদ্দিন কামরান, বিশিষ্ট রাজনীতিবিদ এম এ হক, সাংবাদিক হাসান শাহরিয়ার, ব্যবসায়ী নেতা সালাউদ্দিন আলী আহমদ, দিলদার হোসেন সেলিম, হাফিজ মজুমদারের স্ত্রী হাফছা মজুমদার, মনির উদ্দিন আহমেদ, ডা. মো. মঈন উদ্দিন, যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল আহমদ, প্রবাসী এনামুল হক চৌধুরী, জিয়া উদ্দিন আহমদ চৌধুরী বন্যা, আলহাজ খালেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, প্রকৌশলী চিত্ত রঞ্জন দাস, তৌফিকুল আলম চৌধুরী, গুলশান আরা চৌধুরী, শওকত আরা চৌধুরী, জাহেদ হাসান, আজির উদ্দিন, আজমত হোসেন, তানিয়া খানম, ইয়াহিয়া বখত, প্রফেসর এম এ হাশিম, জেবুন্নেছা বেগম, ইফতেখার আহমদ দোলন, কামরুল হাছান চৌধুরী, আবুল খায়ের, হাজী সিরাজ উদ্দিন, রফিকুন নেহার চৌধুরী, বাবুল মিয়া, অহিদা খানম চৌধুরী, ডা. সালেহ উদ্দিন আহমদ চৌধুরী, জুলকার নাইন জায়গীরদার, আফতাবুর রহমান, সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী, শুয়েব আহমেদ চৌধুরী, শামীমা চৌধুরী, রেহনুমা নুছরাত চৌধুরী, আদম আলী চৌধুরী, হাজী সুরত আলী, প্রফেসর ড. আতাউর রহমান চৌধুরী, এ এইচ এম ফজলুল হক, আহম্মদ শাহরিয়ার চৌধুরী, অতিরিক্ত আইজি আব্দুল খালেক, ডেন্টিস্ট ডা. আহমদ শরিফ, সাবেক যুগ্ম সচিব রুহুল হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর স্ত্রী সওদা এবাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আজির উদ্দিন আহমেদ, রওশন মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার শাহ আব্দুল মুছাব্বির, আবু সিদ্দিক মোহাম্মদ মুছা, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, মো. আব্দুস শহিদ, এডভোকেট লুৎফুর রহমান, রম্য লেখক আতাউর রহমান, সৈয়দ সাইফুল ইসলাম, এফ আর চৌধুরীর স্ত্রী মদিনা চৌধুরী, নাজমা চৌধুরী, মনজুর হোসাইন চৌধুরী, আলী আহমেদ চৌধুরী, এজাজুর রহমান জুনেল, কানিজ রেহনুমা রাব্বানি ভাষা, জামিল হোসাইন চৌধুরী, মেরিনা ইয়াসমিন চৌধুরী, প্রফেসর ড. শাহজাহান চৌধুরী, নুরুল আমীন ও দেওয়ান মামুন রাজা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-প্রয়াত সি এম তোফায়েল সামির ভাই সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এম শফি সামি, ভবন ট্রাস্টের ট্রাস্টি আহবাব হোসাইন চৌধুরী, এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বেগম শাহানা কবির, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক, অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, সাবেক খাদ্য সচিব বদরুদোজ্জা, এসোসিয়েশনের সহ-সভাপতি ইঞ্জি. আজিজুর রহমান, এসোসিয়েশনের সহ-সভাপতি আকবর হোসেন মনজু, জাতীয় পদকপ্রাপ্ত লেখক শাকুর মজিদ, এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন চৌধুরী, ছাত্রনেতা এস এম জাকির হোসাইন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম মুন্না, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, ক্যাপ্টেন মিজানুর রহমান, প্রয়াত সি এম তোফায়েল সামির পুত্র সি এম ফজলে সামি, প্রয়াত সৈয়দ আব্দুল মুক্তাদিরের পুত্র তানজিল মুক্তাদির রাফি। সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা মিজানুর রহমান কাসেমী।

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.

More Story on Source:

*here*

তোফায়েল সামি ও সৈয়দ মুক্তাদির তাদের কর্মের মাঝেই বেঁচে থাকবেন

Dillard's - The Style of Your Life.

By allaboutian

open profile for all

Related Posts

current news of Dhaka bangladesh ,CEC Huda

CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh

831 people 👁️ing this randomly CEC Huda not Embarrassed | Current News of Dhaka Bangladesh…

বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

887 people 👁️ing this randomly বরিশাল মহানগর বিএনপি’র ৩০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত বরিশাল মহানগরীর আওতাধীন…

প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে 

904 people 👁️ing this randomly প্রধানমন্ত্রীর কাছে সব নেতাকর্মীর রিপোর্ট আছে  সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ…