নগরবাসীর ওপর কোনো কর না বাড়িয়ে আওতা বাড়ানো হবে : চসিক মেয়র
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো: রেজাউল করিম চৌধুরী গৃহকর পুনর্মূল্যায়নের স্থগিতাদেশ প্রত্যাহার প্রসঙ্গে নগরবাসীকে কোনো ধরনের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, নগরবাসীর ওপর কোনো কর বাড়ানো হবে না, শুধুমাত্র করের আওতা বাড়ানো হবে। তবে সর্বশেষ গৃহকর পুনর্মূল্যায়নে অসঙ্গতি নিয়ে আপিল করলে তাদের জন্য সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা হবে। এ ছাড়াও তিনি সিটি করপোরেশনের বিধিবিধানের আওতায় কর আদায়ের যে খাতগুলো আছে সে খাতগুলো থেকে কর আদায়ের উদ্যোগ নেয়ার ঘোষণা দেন।
মেয়র বলেন, আগামী রমজানে যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না ঘটে সে বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হবে। নগরীর বাজারগুলো নিয়মিত তদারকির মাধ্যমে মূল্যতালিকা প্রদর্শন ভেজাল মানহীন পণ্য বিক্রয় নিয়ন্ত্রণ করতে হবে। এ ছাড়া বাজারগুলোর স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তদারকি ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক কর্তৃক গঠিত স্থায়ী কমিটিগুলোর সভার সিদ্ধান্তগুলো পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চসিক ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো: নজরুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, স্ট্যান্ডিং কমিটিগুলোর সভাপতি কাউন্সিলর অধ্যাপক মো: ইসমাইল, আবদুস সালাম মাসুম, মো: আব্দুল মান্নান, মো: ওয়াসিম উদ্দিন চৌধুরী, জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, মো: সলিমুল্লাহ বাচ্চু, আতাউল্লাহ চৌধুরী, মো: মোবারক আলী, কাজী নুরুল আমিন, গাজী শফিউল আজিম, মো: জহুরুল আলম জসিম, আবদুল বারেক, মো: ইলিয়াছ, নাজমুল হক ডিউক, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো: সেলিম আকতার চৌধুরী প্রমুখ।
প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: কামরুল ইসলাম, আবু সালেহ, মনিরুল হুদা, সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।