লক্ষ্মীপুর সদরে ৯টিতে স্বতন্ত্র, ৬টিতে নৌকার জয়
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নয়টিতে স্বতন্ত্র এবং ছয়টিতে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দুজন বিএনপিপন্থি রয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন গতকাল রোববার রাত ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন—উত্তর জয়পুরে মিজানুর রহমান মিজান, চরশাহীতে জাহাঙ্গীর আলম রাজু, শাকচরে মাহফুজুর রহমান মাস্টার, চররমনী মোহনে আবু ইউছুফ ছৈয়াল, টুমচরে সৈয়দ নুরুল আমিন লোলা ও দত্তপাড়ায় এ টি এম কামাল উদ্দিন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ীরা হলেন—উত্তর হামছাদীতে নজরুল ইসলাম, হাজিরপাড়ায় সামছুল ইসলাম বাবুল পাটওয়ারী, দিঘলীতে ইসমাইল হোসেন, মান্দারীতে সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী, ভবানীগঞ্জে সাইফুল হাসান রনি, চন্দ্রগঞ্জে নুরুল আমিন, বশিকপুরে মাহফুজুর রহমান, পার্বতীনগর ইউনিয়নে ওয়াহিদুর রহমান (বিএনপিপন্থি) ও কুশাখালিতে সালাউদ্দিন মানিক (বিএনপিপন্থি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা দলটির ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা। গত ১৬ নভেম্বর আওয়ামী লীগের বিদ্রোহীদের দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে অঙ্গ-সংগঠনের বিদ্রোহী নেতাদেরও বহিষ্কারের নির্দেশ দেয় জেলা আওয়ামী লীগ।