বিএনপির বরিশাল মহানগর ও দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বরিশাল মহানগর এবং বরিশাল দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
এতে বলা হয়,বরিশাল মহানগর বিএনপির ৪২ সদস্যবিশিষ্ট এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি নিম্নরূপ
আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক অ্যাভোকেট আলী হায়দার বাবুল,যুগ্ম আহ্বায়ক আলতাফ মাহমুদ শিকদার,যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন সিকদার,যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিপু,যুগ্ম আহ্বায়ক কে এম শহিদুল্লাহ,যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ,যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহ্ আমিনুল ইসলাম আমিন,যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাকসুদ, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ,সদস্য আ ন ম সাইফুল আহসান আজিম, সদস্য নুরুল আলম ফরিদ,সদস্য অ্যাডভোকেট নুরুল হক দুলাল,সদস্য আব্দুল হালিম মৃধা,সদস্য ওজায়ের ইবনে স্বপন,সদস্য আবু মুছা কাজল,সদস্য সেলিম হাওলাদার,সদস্য জুলহাস উদ্দিন মাসুদ,সদস্য গিয়াস উদ্দিন বাবুল মোল্লা,সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,সদস্য অ্যাডভোকেট হুমায়ন কবীর মাসুদ,সদস্য অ্যাডভোকেট আজাদ হোসাইন,সদস্য অ্যাডভোকেট হুমায়ন কবির বাপ্পি,সদস্য সাইফুল ইসলাম বিপু,সদস্য আমিনুর রহমান মামুন,সদস্য মো.আল-আমিন,সদস্য মঞ্জুরুল হক জিসান,সদস্য বদিউজ্জামান টলন,সদস্য খসরুল আলম তপন,সদস্য জহিরুল ইসলাম লিটু,সদস্য মো. আল মাসুম,সদস্য আরিফুর রহমান বাবু,সদস্য জাহিদুর রহমান রিপন, সদস্য আহমেদ জাকি অনুপম,সদস্য অ্যাডভোকেট ইমন চাকলাদার,সদস্য রাশিদা বেগম,সদস্য জাহানারা বেগম,সদস্য সেলিনা বেগম,সদস্য আফরোজা খানম নাসরিন,সদস্য মো.জসিম উদ্দিন,সদস্য অ্যাডভোকেট সরোয়ার হোসেন, সদস্য ইয়াসির আরাফাত মিন্টু,
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি
আহ্বায়ক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান নান্টু,সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল,সদস্য আবুল হোসেন খান, সদস্য শরফুদ্দিন আহমেদ সান্টু,সদস্য অ্যাডভোকেট আবুল কালাম শাহীন,সদস্য অ্যাডভোকেট সাইয়েদ উদ্দিন আহম্মেদ মধু,সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু,সদস্য আব্দুল মাজেদ তালুকদার (মান্নান মাস্টার),সদস্য মোস্তাফিজুর রহমান গোলাপ,সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না,সদস্য অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন,সদস্য অ্যাডভোকেট এস এম আব্দুল্লাহ,সদস্য মো. নাসির জমাদ্দার,সদস্য শাহ আলম মিয়া,সদস্য মো. ইদ্রিস বালী,সদস্য আহসান কবির নান্না হাওলাদার,সদস্য ইসরাত হোসেন কচি,সদস্য শামসুল আলম ফকির,সদস্য রিয়াজ মৃধা, সদস্য রফিকুল ইসলাম সেলিম,সদস্য শহিদুল ইসলাম খান,সদস্য আবদুস সালাম,সদস্য মো. মোফাজ্জল হোসেন,সদস্য এ বি এম মোখলেছুর রহমান হাওলাদার,সদস্য হারুন-অর-রশীদ সিকদার,সদস্য মিজানুর রহমান চুন্নু,সদস্য হুমায়ুন খান,সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা,সদস্য আলহাজ মন্টু খান,সদস্য জিয়াউল হাসান জুয়েল,সদস্য কামরুজ্জামান মিজান (সাবেক চেয়ারম্যান),সদস্য আলহাজ নুরুল আমিন,সদস্য রুহুল জমাদ্দার,সদস্য সাব্বির নেওয়াজ সাগর,সদস্য অধ্যাপিকা ফারহানা তিথি,সদস্য ফারজানা রোজি,সদস্য ফাতেমা রহমান,সদস্য ডেইজি বেগম,সদস্য মো. গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার),সদস্য মাহমুদ বিল্লাহ,সদস্য মুশফিকুল হাসান মাসুম,সদস্য নাছির হাওলাদার,সদস্য খলিলুর রহমান সিকদার,সদস্য এমদাদুল হক মিলন,সদস্য তরিকুল ইসলাম শাহীন,সদস্য কাওসার মজুমদার,সদস্য মিজানুর রহমান মিলু।
More Story on Source:
*here*
বিএনপির বরিশাল মহানগর ও দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন
Published By
Latest entries
- allPost2024.10.29ayaka14732/ChatGPTAPIFree: A simple and open-source proxy API that allows you to access OpenAI’s ChatGPT API for free!
- allPost2024.10.29LIVE: President Trump in Allentown, PA
- 11100_tr2024.10.29Avantajları çevrimiçi kumar kuruluşunda slot makineleri Karavanbet
- allPost2024.10.29LIVE: President Trump in Drexel Hill, PA