দৈনিক জনকন্ঠ || মুক্তিযোদ্ধা পরিবারকে যুদ্ধাপরাধী বলার প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মুক্তিযোদ্ধা পরিবারকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করার প্রতিবাদে সম্মেলন করেছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুুপুরে সদর উপজেলার হাজিরপাড়া মিয়াবাড়ী প্রাঙ্গণে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ভুক্তভোগী নুরুল মোরসালিন মাশরুর তার লিখিত বক্তব্যে বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, গত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা প্রতীকে নির্বাচন করি। নৌকা প্রতীকের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামছুল আলম বাবুল পাটোয়ারী আমার মুক্তিযোদ্ধা মৃত বাবা ও পরিবারকে নিয়ে মিথ্যাচার করে বিভিন্ন জনসভায় বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আমাদের পরিবার এবং জেলা আওয়াামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর বিরুদ্ধে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। যা জেলা আওয়াামী লীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সম্মানহানিকর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রোহী সামছুল আলম বাবুল এই মিথ্যাচার বক্তব্য প্রত্যাহার না করলে তার বিরদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও নবনির্বাচিত চেয়ারম্যান এএম কামাল, জাহাঙ্গীর আলম রাজু, আব্দুল খালেক বাদল, ১৪ দলীয় জোট নেতা সাবির আহমেদসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
সাপাহারে বিজ্ঞানমেলা
নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর সাপাহারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা এবং ৪৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞানমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞানমেলা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিষ কুমার দেবনাথ, থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার প্রমুখ।
রায়গঞ্জ
সংবাদদাতা, রায়গঞ্জ,সিরাজগঞ্জ থেকে জানান, রায়গঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞানমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা ম-ল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুকিত প্রমুখ।