টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। রোববার (৯ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়) ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হয়েছে।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
এদিকে, বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন অনুমিতই ছিল। প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পাওয়া মাহমুদুল হাসান জয় খেলতে পারছেন না। তার জায়গায় এসেছেন মোহাম্মদ নাঈম। এছাড়া শেষ মুহূর্তে ইনজুরিতে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে, নিউজিল্যান্ডও দলে একটি পরিবর্তন এনেছে। রাচিন রবীন্দ্রর পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন ড্যারেল মিচেল।
এর আগে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দিয়েছিল টাইগাররা। এরপর নিজেরা করেছিল ৪৫৮ রান। জবাব দিতে নেমে ১৬৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা।
পেসার এবাদত হোসেন চৌধুরী একাই নিয়েছেন ৬টি উইকেট। তার বিধ্বংসী বোলিংয়েই বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য দাঁড়ায়। ২ উইকেট হারিয়ে অনায়াসেই এই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
তাই দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় সম্ভব না হলেও অন্তত ড্র করতে পারলেই সৃষ্টি হবে ইতিহাস। নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দলটির বিপক্ষে সিরিজ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করে ফেলবে টাইগার বাহিনী।
প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক পেসার তাসকিন আহমেদ খুবই আত্মবিশ্বাসী, ক্রাইস্টচার্চেও জিতবেন তারা। মূলতঃ ২০২১ সালে ১০টি টেস্ট হারের কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মানসিকতায় যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছিল, মাউন্ট মঙ্গানুইয়ে এক জয়েই সব উধাও হয়ে গেছে। ড্রেসিংরুমে এখন আত্মবিশ্বাসের ফোয়ারা বইছে যেন। তাসকিনের কথায়ও সেই আত্মবিশ্বাস পাওয়া গেলো।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘ওভারঅল সবার মানসিকতা ও প্রিপারেশন ভালো অবস্থানে রয়েছে। আমরা আমাদের সেরাটাই খেলব, জয়ের জন্যই খেলব। আপনারা সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন যাতে সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।’
এদিকে, প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইবে নিউজিল্যান্ড, এটা খুবই স্বাভাবিক। ঘরের মাঠে সিরিজ পরাজয়ের লজ্জা এড়াতে তারা মরনপণ লড়াই করবে। কিউই অধিনায়ক টম ল্যাথাম সে দৃঢ় প্রত্যয়ই দেখিয়েছেন আজ মিডিয়ার সামনে এসে।
এখন দেখার বিষয়, ক্রাইস্টচার্চে বাংলাদেশ কী নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে পারবে? নাকি ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড? তবে, সবচেয়ে বড় কথা হলো, ক্রাইস্টচার্চে বাংলাদেশ হেরে গেলেও সিরিজে পরাজয় হচ্ছে না এবার আর। বড়জোর সিরিটি ড্র হবে, এই যা।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।
এমআরআর
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে। আজই পাঠিয়ে দিন – [email protected]
More Story on Source:
*here*
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
Published By
Latest entries
- allPost2024.11.23Erlebt die 15 schönsten Zoos ferner Tierparks in Land der dichter und denker
- allPost2024.11.23DPD Paketversand für jedes Geschäfts- and Privatkunden, DPD
- allPost2024.11.23Pengespil online nettet online spillemaskiner skuespil plu blæst rigtige middel tilslutte online casinoer
- allPost2024.11.23A look into the history of presidential cabinet scandals