[১] চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথায় গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু
[১] চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথায় গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
এম আর আমিন: [২] চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথায় গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। হাসপাতালে উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন, হাসপাতালের চেয়ারম্যান ডা.ওমর ফারুক।
[৩] উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সাধারণ রোগীদের বিশেষ করে এ মহামারিকালে সর্বোত্তম সেবা দিয়ে প্রায় ৪০০ সাধারণ রোগীদের চিকিৎসাসেবাও ফ্রি’ ২০জন গরীব রোগিকে অপারেশন করবেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কতৃপক্ষ।
[৪] বুধবার (১২ জানুয়ারি) মাহমুদ হাসানের সঞ্চালনায় ও ডা.ওমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, র্যাব-৭এর এডিশনাল এসপি মো.আবুল খায়ের। তিনি বলেন, মান বজায় রেখে সেবা প্রদান করলে হাসপাতাল প্রতিষ্ঠিত হতে সময় লাগে না। আর চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালে মেধাবী তারুণ্যর পরিচালিত হইলে অত্র এলাকার মানুষ ভালোসেবা পাবেন বলে আশাবাদী। সে ক্ষেত্রে র্যাব-৭ যেকোনো সুবিধা -অসুবিধায় পাশে থাকবে।
[৫] উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- র্যাব-৭ এর আরএমও ডা. মো.শফিকুল ইসলাম, কাউন্সিলর মো. নুরুল আমীন, ডা. মাহবুবুর রহমান বাবুল, বিশিষ্ট শিক্ষাবিদ আবু জাফর মো. ফোরকান উদ্দীন, কনসালটেন্ট ও ফ্যাকো সার্জন ডা. মো. জয়নুল আবেদীন, সহব্যাবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার, মো. মোশাররফ হোসেন (টিআই সিএমপি)।
[৬] ডা. জয়নুল আবেদীন বলেন, এখানে প্রযুক্তিসমৃদ্ধ সর্বাধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হয়েছে। বিশেষায়িত বিষয়গুলো আরো সমৃদ্ধ করা হবে। বিশ্বের বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানের সঙ্গে পরস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সুপার স্পেশালিটির ওপর আরো গুরুত্ব দেওয়া হবে। এখানে গরীব রোগীদের জন্য ফ্রি চিকিৎসা, যাকাত ফান্ড থেকে অপারেশন করার সুবিধা রয়েছে।
More Story on Source:
*here*
[১] চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথায় গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু
Published By
Latest entries
- allPost2024.10.30Community and Social Features at Swiper Casino: Connecting Players for a Better Experience
- blog2024.10.30Premier Websites To Order an Essay – How to Buy an Essay for School or Higher Education
- allPost2024.10.29ayaka14732/ChatGPTAPIFree: A simple and open-source proxy API that allows you to access OpenAI’s ChatGPT API for free!
- allPost2024.10.29LIVE: President Trump in Allentown, PA