দৈনিক জনকন্ঠ || সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও বাউল গান অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের উদ্যোগে সুবর্ণজয়ন্তী উদ্যাপন শেষে বাউল গান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের গঙ্গাপুর বাজারস্থ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে এ বাউল গান অনুষ্ঠিত হয়।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
অনুষ্ঠানে সাদিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডার ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. ফজলুল হক। অনুষ্ঠান পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন জালাল দেওয়ান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মোল্লা, তালেব আলী, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, জালাল দেওয়ান, নু রনবী, ইব্রাহীম, সোনা মিয়া, আব্দুর রাজ্জাক, সাদিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, সাদিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন বাদশা, সাদিপুর ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মো. বিল্লাল প্রধান, মো. মাহফুজুর রহমান, শামীম, মিকাইল, শাহ আলম, তানিয়া আক্তার প্রমুখ।
সেক্টর কমান্ডার ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, আমি শেখ মুজিবুর রহমানের সৈনিক। অনেক কষ্টে আমরা এ দেশ স্বাধীন করেছি। যার কারণে এখন সবাই স্বাধীন রাষ্ট্রে কথা বলতে পরি।
More Story on Source:
*here*
দৈনিক জনকন্ঠ || সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সুবর্ণজয়ন্তী উদ্যাপন ও বাউল গান অনুষ্ঠিত
Published By
Latest entries
- allPost2024.10.30Community and Social Features at Swiper Casino: Connecting Players for a Better Experience
- allPost2024.10.29ayaka14732/ChatGPTAPIFree: A simple and open-source proxy API that allows you to access OpenAI’s ChatGPT API for free!
- allPost2024.10.29LIVE: President Trump in Allentown, PA
- 11100_tr2024.10.29Neyle bağlantılı olarak önerilen seç kumar oyunları indirme web kaynağı 7Slots ile lisans