নাহিদের ঘাঁটিতে নৌকার বেহাল দশা!
সিলেট: সিলেট-৬ আসনের অন্তর্গত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার। ১৯৭৩ থেকে ২০২১ সাল।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
গেল রোববার (২৬ ডিসেম্বর) এ দুই উপজেলার ২১টি ইউনিয়নে নির্বাচনে ১৩ টিতেই নৌকার ভরাডুবি হয়েছে। সবচেয়ে লজ্জার ইতিহাস তৈরী হয়েছে ৪টি ইউনিয়নে নৌকার প্রার্থীরা জামানত রক্ষার মতো ভোট পাননি।
যদিও ২১টি ইউনিয়নে আ’লীগের ৪ প্রার্থী ছাড়াও জামানত হারানোর তালিকায় আছেন আরও ৩৪ জন। এর মধ্যে জাতীয় পার্টি ২, জাসদ ১, ইসলামী আন্দোলন ৩, জমিয়ত ১ এবং আ’লীগ বিদ্রোহীসহ স্বতন্ত্র ২৭ প্রার্থী।
সবচেয়ে আশ্চর্যের বিষয়-গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউপিতে নৌকার প্রার্থীর ভোট সর্বসাকুল্যে ১৩৯টি। নৌকা প্রতীকে সম্ভবত সবচেয়ে কম ভোটের রেকর্ড এটি। জামানত হারানোর পাশাপাশি নৌকায় মাত্র ২ ভোট পড়েছে ইউনিয়নের ফুলসাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
নৌকা প্রতীকে দ্বিতীয় সর্বিনিম্ন ভোট পড়েছে লক্ষীপাশায় ইউনিয়নে। এ ইউনিয়নে ৫ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। এখানে নৌকা প্রতীকে আ.লীগের মাহমুদ আহমদ চৌধুরী ৩৪৬ ভোট পেয়েছেন।
দলীয় সূত্র ও স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, তৃণমূলের পছন্দের বিপরীতে প্রার্থী চাপিয়ে দেওয়ায় ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে ভোটের মাঠে। অনেক নেতাকর্মীরা দলের শাস্তির খড়গ থেকে রক্ষায় প্রার্থীকে সমর্থন করলেও ভেতরে ভেতরে নৌকার সিঁদ কেটেছেন। তাছাড়াও গ্রামীণ ভোটে প্রার্থীর জনপ্রিয়তার কাছে প্রতীক হয়ে যায় গোষ্ঠীগত, পারিবারিক প্রভাবের কারণে। এসব কারণে ভোটের মাঠে প্রভাব পড়েছে নৌকায়। তবে সবকিছুর পর আওয়ামী লীগের ঘাঁটি খ্যাত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নৌকার এমন দৈন্যতা মেনে নিতে নেতাকর্মীসহ রাজনৈতিক বৃদ্ধাদের ভাবিয়ে তুলেছে।
নির্বাচনী ফলাফলে প্রাপ্ত তথ্য মতে, জামানত হারানোর তালিকায় পড়েছেন-গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউপিতে জাসদের লুৎফুর রহমান (মশাল) ৫৮ ভোট, স্বতন্ত্র শেখ তারেক বারী এমি (আনারস) ৬০ ভোট এবং সৈয়দ রেজাউল করীম (মোটরসাইকেল) ১৯৭৫ ভোট।
গোলাপগঞ্জ সদর ইউপিতে স্বতন্ত্র আয়নুল ইসলাম রেকল (ঘোড়া) ৭৩১ ভোট ও মওদুদ হোসেন চৌধুরী (আনারস) ৯৪৪ ভোট। পশ্চিম আমুড়ায় স্বতন্ত্র ইমরানুল ইসলাম (চশমা) ৫৫০ ভোট। লক্ষীপাশা ইউপিতে সর্বনিম্ন ৩৪৬ ভোট পেয়েছেন নৌকা প্রতীকে আ.লীগের মাহমুদ আহমদ চৌধুরী, আর স্বতন্ত্র ইকবাল হোসেন (ঘোড়া) ৬৩৯ এবং তাজুল ইসলাম (চশমা) ৫৪৭ ভোট। ঢাকা দক্ষিণ ইউপিতে আ.লীগের নজরুল ইসলাম (নৌকা) ৪৭৮ এবং স্বতন্ত্র বদরুল ইসলাম (আানারস) ২ হাজার ১৯৩ ভোট। বাঘা ইউনিয়নে স্বতন্ত্র এনামি উদ্দিন (ঢোল) ৩৫৩ ভোট, মাহফুজ আহমদ (চশমা) ১৪৩, আব্দুল কাদের সেলিম(ঘোড়া) ৪৭৬, আবুল কালাম (মোটরসাইকেল) ৫০৩, রাহুল হোসেইন (টেবিল ফ্যান) ১৫৯৮ ভোট। ফুলবাড়ি ইউপিতে স্বতন্ত্র আব্দুর রহমান খান (আনারস) ২২৮ ভোট। উত্তর বাদেপাশায় জাতীয় পার্টির আব্দুল মজিদ সিদ্দিকী (লাঙ্গল)২৩৯ ভোট। শরীফগঞ্জ ইউপিতে স্বতন্ত্র এনামুল হক (চশমা) ২১৪ এবং ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম (হাতপাখা) ৭৩ ভোট। লক্ষণাবন্দ ইউপিতে নৌকার প্রার্থী আব্দুল করিম খান দুই উপজেলার সব ক’টি ইউনিয়নের মধ্যে সবনিম্ন মোট ১৩৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। তার সঙ্গে জামানত হারানোর তালিকায় আছেন স্বতন্ত্র মহিবুর রহমান দাইয়ান (আনারস) ৪৫ ভোট। এ ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে সর্বোচ্চ ৯ হাজার ৩২ ভোট পেয়েছেন। আ.লীগের প্রার্থীর চেয়ে ৮ হাজার ৮৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী জাপার প্রার্থী।
বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নে জাপার ফয়জুর রহমান ১১২ ভোট পেয়ে জামানত হারান। তিলপাড়ায় জামানত হারানো ৭ প্রার্থীর ৫ জন হলেন-এমাদ উদ্দিন (নৌকা) ৯২০ ভোট, স্বতন্ত্র কনাই মিয়া (মোটরসাইকেল)৩১৫, ছইফ আলম (টেলিফোন)২১৭, বেলায়েত হোসেন (অটোরিকশা) ৮৯২, রেজাউল করীম শামিম (আনারস) ৮৩২ ভোট। মুল্লাপুর ইউপিতে স্বতন্ত্র সেলিম আহমদ (মোটরসাইকেল) ৩০৯ ভোট। মাথিউরা ইউপিতে স্বতন্ত্র ময়নুল ইসলাম বাবুল (মোটরসাইকেল) ৪৩২ ভোট। লাউতা ইউপিতে স্বতন্ত্র আবুল কালাম আজাদ (মোটরসাইকেল) ১৮ ভোট, ছাদিক হোসেন এপ্লু (চশমা) ৩৩ ভোট এবং ইসলামি আন্দোলনের রেজাউল করিম রাজু (হাতপাখা) ৩৬ ভোট, কুড়ারবাজার ইউপিতে মোটরসাকেল প্রতীকে ১১০৪ ভোট পেয়েও জামানত হারিয়েছেন স্বতন্ত্র মো. জাকারিয়া, আব্দুল মুমিত (ঘোড়া) ৯৯৭ ভোট। চারখাই ইউপিতে স্বতন্ত্র লেইছুর রহমান (চশমা)২৮৩ ভোট, আলীনগর ইউনিয়নে জমিয়তের মৌলানা হোসাইন আহমদ (খেজুর গাছ) ৩৯৯ ভোট, স্বতন্ত্র সাদেক আহমদ চৌধুরী (আনারস) ১৮৩ ভোট পেয়েও জামানত রক্ষা করতে পারেননি।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এনইউ/আরইউ
More Story on Source:
*here*
নাহিদের ঘাঁটিতে নৌকার বেহাল দশা!
Published By
Latest entries
- allPost2024.11.23LVBet Spielbank Nachprüfung MGA Licenced Erreichbar Spielsaal with Progressive Jackpots
- allPost2024.11.2310 Giros Sin cargo sin Tanque Ofertas sobre Tragamonedas +
- allPost2024.11.23Como novedad bonos sin depósito 2024 Últimos bonos sobre casino online gratuitos
- allPost2024.11.23Online-Shop