গানহীন বছর পার!
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
advertisement
২০২১ সাল ছিল সংগীতের জন্য খরার বছর। নানা কারণে প্রকাশ হয়েছে খুব কম সংখ্যক গান। গান ও বছরের নানা ঘটনা উঠে এসেছে এ আয়োজনে। লিখেছেন- তারেক আনন্দ
গত দুই বছর করোনার কারণে সব অঙ্গনে অস্থিরতা বিরাজ করলেও মহামারীর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে সংগীতাঙ্গন। মহামারীর ধাক্কায় যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে সংগীতাঙ্গন, তার চেয়ে বেশি ক্ষতি করছেন নিজেরাই। কয়েক বছরের চাঙ্গা অডিও বাজারকে গলাটিপে হত্যা করছেন গানের ব্যাবসায়ীরা নাটক প্রযোজনায় নেমে। গানের বাজারকে ঘুরে দাঁড়ানোর কোনো চেষ্টাই দেখা যাচ্ছে না প্রযোজনা প্রতিষ্ঠানের। অতি মুনাফার আশায় একযোগে সবাই লগ্নি করছেন নাটকে। যৎসামান্য লগ্নি করতে দেখা যায় গানে। দেশের এই বৃহত্তর ইন্ডাস্ট্রির স্বার্থ দূরে ঠেলে প্রযোজনা প্রতিষ্ঠানের মনোযোগ নাটকের কারণে খুব কমসংখ্যক গানই প্রকাশ হয়েছে ২০২১ সালে। গুটিকয়েক শিল্পী ব্যক্তি উদ্যোগে নিজের ইউটিউব চ্যানেল থেকে কিছু গান প্রকাশ করেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো যেখানে হাজার হাজার গান প্রকাশ করত সেখানে শিল্পীদের চ্যানেল থেকে প্রকাশ হওয়া গানের সংখ্যা ছিল সেই তুলনায় খুবই কম।
মৌলিক গানের শোচনীয় অবস্থার মাঝে কিছু পুরনো গান হয়েছে ভাইরাল। সিলেটের আঞ্চলিক গান নয়া দামান। ‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেড়া, দামান বও দামান বও’- এই গানটি পুরনো হলেও নতুন সংগীতায়োজনে কণ্ঠ দেন সিলেটের দুই শিল্পী প্রবাসী মুজা ও তসিবা। গানটি আবারও মানুষের মন জয় করে নিয়েছে। ছায়াছবি নামের একটি ইউটিউব পেজে খুলনার এক কনের বন্ধু-স্বজন নারীদের এই গানে নাচতে দেখা যায়। পরে ডাক্তারদের নাচের ভিডিও হয় ভাইরাল। ভাইরাল হয়েছে ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাস্তব’ সিনেমার গান ‘বুক চিন চিন করছে হায়’। গানের মূল শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। গানটি এ বছর ব্যবহার করা হয় ‘শিল্পী’ নাটকে। সিএমভির ইউটিউব থেকে প্রকাশিত এ গানে ঠোঁট মেলান নাটকের জনপ্রিয় মুখ আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। দ্বৈতকণ্ঠে গানটি কাভার করে আলোচনায় আসেন জাহেদ পারভেজ পাবেল। প্রকাশের পর পরই এটি হয়ে যায় ভাইরাল।
পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে বারোশিয়া গান ‘বেতের আড়া’য় কণ্ঠ দেন পলাশ ও অংকন। এই গানের ভিউ প্রায় দুই কোটি। কয়েকটি মৌলিক গানের ভিউ কোটি পার হয়েছে। এর মধ্যে বেলাল খান ও লিজার গাওয়া ‘পাখি’। মুসা কে মাহমুদের কথায় গানটির সুর করেন বেলাল খান নিজেই। আট মাস আগে বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হওয়া এ গানের ভিউ প্রায় ২ কোটি। সিএমভি থেকে প্রকাশ হওয়া ইমরান ও পড়শীর গাওয়া ‘এক দেখায়’ গানের ভিউ ১ কোটি ৩২ লাখ ছাড়িয়েছে। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর-সংগীত করেন ইমরান। ফজলুর রহমান বাবু ও মেহের আফরোজ শাওনের গাওয়া ‘চাঁদনী রাইতে নিরজনে’ গানের ভিউ প্রায় ১ কোটি। এর কথা লিখেছেন জহিরুল ইসলাম বাদল, সুর করেন বুলবুল আনাম। ওয়েবফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র গান ‘রূপকথার জগতে’র ভিউ প্রায় দেড় কোটি। এটি প্রকাশ হয়েছে চরকি থেকে। অবন্তি সিঁথি ও রেহান রাসুলের কণ্ঠে প্রকাশিত গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর-সংগীত করেন সাজিদ সরকার।
এ ছাড়া সুলতান এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত শামস ভাইয়ের কণ্ঠে তোমায় মনে পড়ে না, সিডি চয়েস থেকে প্রকাশিত তানভীর ইভানের ‘অভিমান’ এবং সৈয়দ অমির মন কান্দে গানের ভিউ কোটি ছাড়িয়েছে।
গত কয়েক বছরে কোটি ভিউ ছাড়িয়ে যাওয়া বা শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়া গানের সংখ্যা অনেক বেশি থাকলেও এ বছর এই সংখ্যাটা ছিল খুবই কম। বলা যায়, অন্যবারের তুলনায় সবচেয়ে কম গানই প্রকাশ হয়েছে ২০২১ সালে। ধারাবাহিকভাবে শ্রোতারা যাদের কণ্ঠে নতুন গান শুনে আসছিলেন তাদের কণ্ঠেও প্রকাশ হচ্ছে না গান। সিনিয়র সংগীত শিল্পীদের গান মাঝে প্রকাশ হলেও এখন দেখা যায় কালেভদ্রে! তা হলে কি গানের বাজার অতল সাগরে ডুবে যাবে- নাকি নতুন বছরে ঘুরে দাঁড়াবে?
যাদের হারিয়েছি
জানে আলম
এ বছরের ৩ মার্চ না ফেরার দেশে চলে যান সংগীতশিল্পী জানে আলম। ফেব্রুয়ারিতে এই পপস্টার করোনা ভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হলেও তার নিউমোনিয়া ধরা পড়ে। এর পর থেকেই অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্টে থাকা অবস্থাতেই মারা যান তিনি।
ইন্দ্রমোহন রাজবংশী
গত ৭ এপ্রিল সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
মিতা হক
গত ১১ এপ্রিল না ফেরার দেশে চলে যান রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক। গত ৩১ মার্চ তিনি করোনা আক্রান্ত হন। এর পর তিনি নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। চিকিৎসকরা জানান, মিতা হক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এর পর ভোরে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীনে তার মৃত্যু হয়।
ফরিদ আহমেদ
গত ১৩ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান সংগীত পরিচালক ফরিদ আহমেদ। গত মার্চের শেষ সপ্তাহ থেকে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। দিন দিন পরিস্থিতি অবনতির দিকে যায়। ১১ এপ্রিল থেকে কৃত্রিম উপায়ে চালানো হয় শ্বাস-প্রশ্বাস। অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াই করে নিভে যায় জীবন প্রদীপ।
অনুপ ভট্টাচার্য
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য গত ৬ মে না ফেরার দেশে চলে যান। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীনে মারা যান তিনি। এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসের জটিলতায় ভুগছিলেন।
ফকির আলমগীর
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৩ জুলাই না ফেরার দেশে চলে যান গণসংগীতশিল্পী ও কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়েছিল।
বিয়ে করলেন যারা
স্মরণ-মোমিন
গত সেপ্টেম্বরে বিয়ে করেন কণ্ঠশিল্পী নোশিন তাবাসসুম স্মরণ ও মোমিন বিশ্বাস। রাজধানীর আফতাবনগর এলাকার একটি কনভেনশন সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পুতুল
গত এপ্রিলে বিয়ে করেন কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। তার স্বামী সৈয়দ রেজা আলী পেশায় ব্যাংকার। অস্ট্রেলিয়ায় তার বেড়ে ওঠা। রেজা আলী ব্যাংকার হলেও মিউজিক কম্পোজার ও গিটারিস্ট।
ইলিয়াস
মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেন কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইন। এ মাসের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসেন তারা। প্রেমের গুঞ্জন শেষে তাদের সফল পরিণতি হয়।
হাবিব ওয়াহিদ
বছরের শুরুতে বিয়ে করেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। মডেল হিসেবেও শিফার পরিচিতি আছে।
ন্যান্সি
গত আগস্টের শেষ সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসেন কণ্ঠশিল্পী ন্যান্সি। বর গীতিকবি মহসিন মেহেদী। ন্যান্সির স্বামী মহসিন একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসারের দায়িত্বে আছেন।
সংগীত ঐক্য
এ বছরের ১০ জুলাই সংগীতসংশ্লিষ্ট তিন সংগঠন মিলে গঠিত হয় সংগীত ঐক্য বাংলাদেশ। গীতিকবি সংঘ, মিউজিক কমপোজার্স সোসাইটি ও কণ্ঠশিল্পী পরিষদের সম্মিলিত প্রচেষ্টা এটি। সংগীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান, সম্মানী ও ভবিষ্যৎ কল্যাণের লক্ষ্যে তিন সংগঠনের এক হওয়ার বিষয়টি সংগীতের ইতিহাসে এই প্রথম। সংগীত ঐক্য বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ানা চৌধুরী বন্যা, মহাসচিব শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান ও কুমার বিশ্বজিৎ।
জেমস ও মাইলসের মামলা
নগর বাউলের প্রধান ভোকাল ও গিটারিস্ট জেমস এবং মাইলসের প্রধান গায়ক শাফিন আহমেদ ও হামিন আহমেদ কপিরাইট আইনে একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সমন জারি করেন আদালত। নগর বাউল ব্যান্ডের সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমসের ছয়টি ও জনপ্রিয় ব্যান্ডদল ‘মাইলস’-এর দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে কপিরাইট আইনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা এ বছর সংগীতের আলোচিত ঘটনার একটি।
More Story on Source:
*here*
গানহীন বছর পার!
Published By
Latest entries
- allPost2024.11.23Bwin Einzahlungsbonus 100percent bis 100 Neukundenbonus
- allPost2024.11.23+10 500 Juegos sobre Casino Gratuito sobre Argentina Desprovisto Asignación
- allPost2024.11.23Raging Lion Slot-Kundgebung Hier spielen Freies Durchlauf
- allPost2024.11.23Kiel Lobby Hauptstadt von deutschland Rat, Prognose and Quoten am 20 10.2024