লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারের শেষ রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র এক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ইউনিয়নের ফজু মিয়ার হাটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরকাদিরা ইউনিয়নে এবার নৌকার প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রচারের শেষ দিন চশমা প্রতীক ও আনারস প্রতীকের নির্বাচনি অফিসে সভা চলছিল। এ সময় নৌকার সমর্থকেরা নির্বাচনি অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে। পরে ফজু মিয়ার হাটে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম বাবুল মোল্লা উসকানিমূলক বক্তব্য দিলে উভয়ের (নৌকা ও চশমা) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
অন্যদিকে, সন্ধ্যায় রব বাজার এলাকায় চশমা প্রতীকের নির্বাচনি অফিস ভাঙচুর করা হয়। একপর্যায়ে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসেন হাওলাদারের নির্বাচনি অফিসেও হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়।
পরে দুপক্ষের বিক্ষোভে বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।’
আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে জেলার কমলনগর উপজেলার চরমার্টিন, চরকাদিরা, চরলরেন্স এবং রামগতি উপজেলার চরগাজী ইউপি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে চরলরেন্স ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, চারটি ইউনিয়নে সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭১ জন ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
More Story on Source:
*here*
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
Published By
Latest entries
- allPost2024.11.22Norske spilleautomater Automater påslåt nett der nordmenn casanova Amares
- allPost2024.11.22Spilleautomater for nett Finn de beste nye automater bred
- allPost2024.11.22Bestemann Online Casino UK Play Now With 32Red’s Welcome Arv
- allPost2024.11.22Videoautomater Påslåt Nett Iblant Automater org