গানের মাঝেই বেঁচে থাকতে চাই: ইমরান মাহিন
‘সেই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ’… প্রয়াত চির তরুণ কণ্ঠস্বর শিল্পী এন্ড্রু কিশোরের গানের কথার মতোই চাওয়া সম্ভাবনাময় তরুণ কণ্ঠশিল্পী আল ইমরান নাহিদের। স্বপ্ন দেখেন গানের রাজ্যে যুবরাজ হতে। জীবনের শেষদিন পর্যন্ত যেন কণ্ঠে গান ধারণ করে যেতে পারেন। গানের মাঝে বেঁচে থাকতে পারেন। সেই ইচ্ছের কথাই প্রকাশ করেছেন চ্যানেল আইয়ের আজীবন শিল্পীর তালিকাভুক্ত তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল এই শিল্পী।
Try Adsterra Earnings, it’s 100% Authentic to make money more and more.
মাহিন জানান, মা-বাবার চাওয়া ও আমার স্বপ্ন। দুই মিলিয়েই গানের রাজ্যে আমার বিচরণ। কিছুটা কাকাতালীও ভাবে বলা চলে স্বপ্নের মতো প্রতিযোগীতামূলক গানের রিয়েলিটি শো ‘সুরের ছোয়া’তে প্রথম স্থান অধিকার করা। যেটা জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেড়ে ওঠা মাহিন জানান, সব সময় গানের মৌলিকত্ব খুঁজি। অনুকরণ-অনুসরণ অবশ্যই থাকবে তবে নিজের স্বকীয়তা বজায় রাখতেই হবে। না হলে একদিন হারিয়ে যেতে হবে। এজন্য গানের এক্সপেরিমেন্ট করি। নতুন কিছু জানার ব্যাপারে আগ্রহী সব সময়।
এই তরুণ বয়সে লেখাপড়ার পাশাপাশি গান নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন মাহিন। তার ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই সেটি সহজেই অনুমেয়। বিভিন্ন আন্তর্জাতিক প্লাটফর্মে যেমন, স্পটিফাই, আমাজন মিউজিক, সাউন্ডক্লাউডের একজন ভেরিফাইড শিল্পীও মাহিন।
মেধাবী শিল্পী মাহিনের প্রথম ভোকাল মিউজিক ‘ম্যাশিন ডার্ক’ সম্প্রতি প্রকাশ প্রেয়েছে। গানটি আশানুরূপ সাড়া ফেলেছে। শ্রোতা-ভক্তদের নতুন গান উপহার দেওয়ার জন্য নিরলস কাজ করে চলেছেন।
পড়াশোনা ও গানের পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন একজন সফল ডিজিটাল মার্কেটিং উদ্যোক্তা হিসেবে। মাহিন একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মেসেজ, মুভি ,ব্র্যান্ডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার সফল বিচরণ। একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক বড় স্বপ্নবাজ মাহিন।
গানের দুনিয়ায় পথচলা নিয়ে তিনি জানান, মিউজিক ব্র্যান্ড থেকে প্রথমে অফার আসে। এরপর ‘সুখ তারা’ নামের মিউজিক ব্যান্ডে যোগ দেই।
মাহিনের প্রথম ভোকাল মিউজিক হিসেবে ‘ম্যাশিন ডার্ক’ শিরোনামের গানটি প্রকাশ পায় ২০২১ সালে। এছাড়াও আরো কিছু সাউন্ডট্র্যাক এর আগে মুক্তি পেয়েছে। এর মধ্য উল্লেখযোগ্য হলো- ‘প্যারানয়েড সিন্যামাটিক’, ‘রিওয়াইন্ড নস্টালজিক’ প্রভৃতি।
ভবিষ্যতে মাহিন নিজেকে একজন সফল সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার গড়তে চান। ভিন্নমাত্রার গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নেওয়াই স্বপ্ন।
(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এসকেএস)